![]() |
তীরথ সিং রাওয়াত |
আজ খবর (বাংলা), দেরাদুন, উত্তরাখন্ড, ১০/০৩/২০২১ : উত্তরখন্ডের মুখ্যমন্ত্রীত্ব গতকালই ছেড়ে দিয়েছিলেন ত্রিভেন্দ্র সিং রাওয়াত, আর আজ তাঁর জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তীরথ সিং রাওয়াত।
দলেরই বিধায়কদের ক্ষোভের মুখে পড়ে পাঁচ বছর মেয়াদ অসম্পূর্ণ রেখেই চার বছরের মাথায় মুখ্যমন্ত্রীত্ব থেকে গতকাল ইস্তফা দিয়েছিলেন ত্রিভেন্দ্র সিং রাওয়াত, যা নিয়ে বেশ সঙ্কটে পড়তে হয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্বকে। আর আজ তাঁর জায়গায় গাড়োয়াল থেকে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করলেন ৫৬ বছর বয়সী তীরথ সিং রাওয়াত।
তিরাথ সিং রাওয়াত প্রথম জীবনে বিজেপি যুব মোর্চার সদস্য ছিলেন, তারপর তিনি যুব মোর্চার রাজ্য সহ সভাপতি হয়েছিলেন। ১৯৯৭ সালে তিনি উত্তর প্রদেশ ;লেজিসলেটিভ কাউন্সিলে নির্বাচিত হয়েছিলেন। ২০০০ সালে তিনি উত্তরাখণ্ডের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন। ২০০৭ সালে তিনি উত্তরখণ্ডে বিজেপির প্রথম সাধারণ সমপাদকও হয়েছিলেন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনিই উত্তরখন্ডের বিজেপির প্রধান হিসেবে কাজ করেছেন। আজ তিনি উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন।