আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৩/২০২১ : পথ কুকুরদের মধ্যে পারভো ভাইরাস ছড়িয়ে পরার খবর আসছে। এই পরিস্থিতিতে বেহালা অঞ্চলে অন্তত ৫০টি পথ কুকুরকে প্রতিষেধক ডোজ দিল স্বেচ্ছাসেবী সংঠন 'বেহালা স্ট্রীট ক্রুসেডার্স'।
বেশ কয়েকদিন ঠেকলেই রাজ্যের বেশ কিছু জায়গা থেকে পথ কুকুরদের পারভো ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। এই ভাইরাসে আক্রান্ত হয়ে পথ কুকুৰা রক্তবমি করে, মলের সাথেও রক্ত বেরিয়ে আসে. বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগে কুকুরদের মৃত্যু হচ্ছে। পথ কুকুররা রীতিমত বিনা চিকিৎসাতেই মারা যাচ্ছিল। কলকাতার কুকুর প্রেমী সংগঠনগুলি পথ কুকুরদের বাঁচাতে নিজেদের মত করে এগিয়ে এসেছে।
বেহালা স্ট্রীট ক্রুসেডার্স সংগঠনও হাত গুটিয়ে বসে থাকতে পারে নি. এই সংস্থা দীর্ঘদিন ধরেই বেহালার একটি অংশে পথ কুকুরদের নিয়মিত খাবার দেওয়া থেকে শুরু করে নানান চিকিৎসার ভার নিয়েছে। নিজেরাই অর্থ সঞড়ঃ করে পথ কুকুরদের স্টেরিলাইজেশনের ব্যবস্থাও করেছে। বেহালার এই অংশে যাতে পারভো ভাইরাসে আক্রান্ত হয়ে পথ কুকুরদের মৃত্যু না হয়, তার জন্যে বেহালা চৌরাস্তার কাছে যদু কলোনি, শিমুলতলা এবং জেমস লং সরনী এলাকায় ৫০টি পথকুকুরকে পারভোর প্রতিষেধক ডোজ দিল এই সংস্থা। উপকৃত হল অন্তত ৫০টি কুকুর, এই কাজের জন্যে তাদের সাধুবাদ জানিয়েছে বেহালার ওই অঞ্চলের বাসিন্দা এবং পথ চলতি মানুষজন।