আজ খবর (বাংলা), ভদ্রেশ্বর, হুগলি, পশ্চিমবঙ্গ, ১২/০৩/২০২১ : আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের সবক'টি জেলাতেই আসন্ন বিধানসভার নির্বাচন উপলক্ষে প্রচারের উদ্দেশ্যে বিশেষ ট্যাবলো নামাচ্ছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের বিশেষ আকর্ষণ এই ট্যাবলগুলি প্রত্যেকটি জেলায় জেলায় ঘুড়বে।এই গাড়ি গুলি হুগলির ভদ্রেশর থানা এলাকায় সাজানো হয়েছে, এবং এগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রচারের জন্যে পাঠানো হবে। এভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারকার্য্যে জোয়ার আনছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেক ট্যাবলো থেকে হ্যান্ডবিলও বিলি করা হবে। সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বার্তা এই ট্যাবলগুলির মাধ্যমেই জেলায় জেলায় পৌঁছে যাবে।
তবে অভিযোগ উঠেছে, বিশেষ এই ট্যাবলোর প্রচার কাজের বরাত পেয়েছে উত্তর প্রদেশের একটি ঠিকাদার সংস্থা। এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এখানে উত্তর প্রদেশের কয়েক শত যুবক কাজ করছেন। কিন্তু এখানে পশ্চিমবঙ্গের বা বাংলার কোনো যুবকেরা কাজ করছেন না। তাদের কে কাজের জন্য ডাকাও হয় নি।এই নিয়ে এলাকায় স্থানীয় যুবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার যুবকরা জানিয়েছেন, "একেই লকডাউনে আমাদের কাজ কর্ম সব গিয়েছে।এখানে যদি অন্তত মাসখানেকর জন্যেও কাজ করতে পারতাম তাহলে খুবই ভাল হত।"
রিপোর্ট : প্রবীর কুমার