শেষ লগ্নে শুভেন্দুর হয়ে প্রচারে নন্দীগ্রামে অমিত শাহ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শেষ লগ্নে শুভেন্দুর হয়ে প্রচারে নন্দীগ্রামে অমিত শাহ

Share This

শেষ লগ্নে শুভেন্দুর হয়ে প্রচারে নন্দীগ্রামে অমিত শাহ


আজ খবর (বাংলা), নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ৩০/০৩/২০২১ : পশ্চিমবঙ্গের সবচেয়ে হাই ভোল্টেজ ভোট হতে চলেছে নন্দীগ্রামে। এই কেন্দ্রে নজর থাকবে সকলের, কেননা এখানেই মুখোমুখি হতে চলেছেন তৃণমূল সুপ্রীমো  মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত কে জয়ী হন, তা দেখার কৌতূহল রয়েছে বঙ্গবাসীর। আজ নন্দীগ্রামে শুভেন্দুর হয়ে প্রচারে নামলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ দ্বিতীয় দফার নির্বাচনের আগে শেষ প্রচারের দিন, আর এই শেষ লগ্নেই শুভেন্দু অধিকারীর হয়ে  নন্দীগ্রামে প্রচার করতে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আজ নন্দীগ্রামের বেথুরিয়া থেকে রায়াপাড়া পর্যন্ত একটি রোড  শো করেছেন। এরপর তিনি এই মুহূর্তে তুঁতবাড়ি থেকে ডেবরা ফ্লাই ওভার পর্যন্ত একটি রোড  শো করছেন। এরপরে তিনি পাঁশকুড়া স্টেশন থেকে পাঁশকুড়া বাজার পর্যন্ত একটি রোড  শোয়ে অংশ নেবেন। তারপর অমিত শাহ চলে যাবেন ডায়মন্ড হারবারে, সেখানে দেবীপুর মাঠে তাঁর একটি জনসভা করার কথা আছে। আজ নন্দীগ্রামে অমিত শাহের রোড  শো ঘিরে মানুষের তুমুল উন্মাদনা দেখতে পাওয়া গিয়েছে। ওই রোড  শোয়ে বিজেপির কর্মী সমর্থকরা যেমন ছিলেন, তেমন সাধারণ মানুষও ছিলেন।

রাজ্যে দ্বিতীয় দফার ভোট সম্পন্ন করা হবে এপ্রিল মাসের ১ তারিখে। সেদিন মোট ৩০টি আসনে ভোট গ্রহণ করা হবে এবং মোট ১৭১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছিল ৭৯.৭৯%; দ্বিতীয় দফাতেও এই পরিমাণ ভোট পড়তে পারে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় দফার ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর ভাগ্যও ইভিএম বন্দী হয়ে যাবে, তবে ফলাফল জানতে ২রা মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages