আগে ব্যাটিং করে অনবদ্য ভারত ইংলন্ডকে ৩৩৭ রানের টার্গেট দিল খেলাধূলা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আগে ব্যাটিং করে অনবদ্য ভারত ইংলন্ডকে ৩৩৭ রানের টার্গেট দিল খেলাধূলা

Share This

আগে ব্যাটিং করে অনবদ্য ভারত ইংলন্ডকে ৩৩৭ রানের টার্গেট দিল


আজ খবর (বাংলা), পুনে, মহারাষ্ট্র, ২৬/০৩/২০২১ : ভালভাবে রান তাড়া করবে ভেবে টসে জিতেও ভারতকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিল ইংলন্ড। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা যে এভাবে লাগাম ছাড়া ব্যাট করতে শুরু করবে, তা বোধ হয় ঘুনাক্ষরেও ভাবতে পারেনি তারা।

আজ ভারত প্রথমে ব্যাট করতে নামে। প্রথমেই ২৫ বলে ২৫ রান করেন রোহিত শর্মা। শিখর ধাওয়ান ১৭ বল খেলে মাত্র ৪ রান করেন। অধিনায়ক বিরাট কোহলি ৭৯ বল খেলে ৬৬ রান তোলেন। কে এল রাহুল শতরান করেছেন, তিনি ১১৪ বল খেলে ১০৮ রান করেন। ঋষভ পন্থ অসাধারণ ব্যাটিং করে ৪০ বলে ৭৭ রান তুলে অর্ধশতরান নিজের পকেটে পুড়েছেন। এরপর ক্রিজে ছিলেন দুই ভাই, তাঁদের মধ্যে হার্দিক পান্ডিয়া মাত্র ১৬ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন আর ক্রুনাল  পান্ডিয়া ৯ বলে ১২ রান করেন। ইনিংসের  শেষ বলে শার্দুল ঠাকুর নন স্ট্রাইক এন্ডে ছিলেন, তাঁর কোনো রান হয় নি। ইনিংসের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে মোট ৩৩৬ রান তোলে।

এবার ৩৩৭ রানের পাহাড় প্রমাণ লক্ষমাত্রা নিয়ে খেলতে নামবে ইংলন্ড। ইংলন্ড দলের বোলারদের মধ্যে এস কারেন আজ ৭ ওভার বল করে ৪৭ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। টোপলি ৮ ওভার বল করে ৫০ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন। বেন স্টোকস ৫ ওভার বল করে ৪২ রান দিয়েছেন, কিন্তু কোনো উইকেট পান নি। টি কারেন  ১০ ওভার বল করে ৮৩ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন। আলী ১০ ওভারে ৪৭ রান দিয়ে একটিও উইকেট আজ পান নি। রশিদ মোট ১০ ওভার হাত ঘুরিয়ে ৬৫ রান দিয়ে ১টি মাত্র উইকেট পেয়েছেন।

# England Vs. India Score : England - 000/0 (0 Overs) Target to win - 337 Roy - 0, Bairstow -0

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages