আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০৩/২০২১ : অবিলম্বে পশ্চিমবঙ্গে বিজেপি শাসিত রাজ্য থেকে আর্ম পুলিশ (SAP) পাঠানো বন্ধ করা হোক বলে নির্বাচন কমিশনে আবেদন করল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনকে আজ যে চিঠি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, "নির্বাচন কমিশন যদি রাজ্যে বিজেপি শাসিত নয় এমন রাজ্য থেকে স্টেট্ আর্ম পুলিশ পাঠায় তাতে তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই, কিন্তু যদি কমিশন এই রাজ্যে নির্বাচনের আগে বিজেপি শাসিত রাজ্য থেকে স্টেট্ আর্ম পুলিশ পাঠায়, তাহলে তাতে তৃণমূলের আপত্তি আছে।" তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কমিশন উত্তরপ্রদেশ থেকে ৩০ কোম্পানি স্টেট্ আর্ম পুলিশ এই আজ্যে মোতায়েন করতে চলেছে। আর সেখানেই আপত্তি রয়েছে তৃণমূলের।
তৃণমূলের বক্তব্য, 'যোগী আদিত্যনাথের পুলিশ যে একেবারেই নিরপেক্ষভাবে কাজ করবে এবং ভোট মেশিনারিকে প্রভাবিত করবে না, এমন বিশ্বাস করা কঠিন। যোগী আদিত্যনাথ নিজেই যেখানে বিজেপির হয়ে প্রচার করতে বাংলায় আসছেন বার বার, সেখানে তাঁর আর্ম পুলিশ কতটা নিরেপেক্ষ হতে পারে ! এই কারণেই তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে জানিয়েছেন উত্তর প্রদেশ বা অন্য কোনো বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কাউকে যেন মোতায়েন করা না হয়।"