আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৭/০৩/২০২১ : আজ কালীঘাট থেকে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে দলীয় ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ইস্তেহার প্রকাশের সময় মমতা বলেন, "করোনা আবহে লক ডাউনের ফলে রাজ্যে অনেক মন্দা দেখা দিয়েছিল। কিন্তু ১০০ দিনের কাজে বাংলা এখনো ১ নম্বরে। ক্ষুদ্র শিল্পেও ১ নম্বরে রয়েছে বাংলা। কন্যাশ্রী এবং সবুজশ্রী প্রকল্পেও ১ নম্বরে রয়েছে বাংলা। আমাদের রাজ্যে বেকারত্বের হার কমেছে। কৃষকদের আয় দ্বিগুন হয়েছে। আমরা সর্ব ধর্ম সমন্নয় করেই কাজ করে গিয়েছি। অনেক পরিবারকে আমরা খাদ্য দিয়েছি। বাংলার আয় বেড়েছে, রাজ্যের মাথাপিছু গড় আয়ও বেড়েছে। গত ১০ বছরে আমরা ১১০% কাজ করেছি। তৃণমূল সরকারের কাজ বিশ্বের নজর কেড়েছে।"
দলীয় ইস্তেহার প্রসঙ্গ মমতা বলেন,
- বছরে ৪ বার দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক এলাকার সমস্যার সমাধান করা হবে।
- বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হবে প্রত্যেক বাড়িতে। বিনামূল্যে খাদ্যও দেওয়া হবে।
- পড়াশুনা করার জন্যে যাতে বাবা মা-এর ওপর নির্ভর করতে না হয় তার জন্যে ছাত্র ছাত্রীদের মাত্র ৪% সুদে ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেওয়া হবে, যার জন্যে কোনো জামিনদার লাগবে না। সরকার নিজেই গ্যারান্টার থাকবে।
- কৃষকরা এখন ৬,০০০ টাকা করে ভাতা পান, সেটা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হবে।
- ১০ লক্ষ নতুন এমএসএমই ইউনিট গড়ে তোলা হবে।
- বাংলা আবাস যোজনায় ২৫ লক্ষ নতুন বাড়ি তৈরি করা হবে। এতে তফশিলিরাই বেশি উপকৃত হবেন।
- ওবিসি সম্প্রদায়ের মানুষ যাতে সরকারি সব সুযোগ সুবিধা ঠিকমত পান, তার জন্যে একটি নতুন টাস্ক ফোর্স গঠন করা হবে।
- বছরে ৫ লক্ষ কর্মসংস্থানের টার্গেট থাকবে।
- তফসিলি পরিবারকে বছরে ১২,০০০ টাকা। জেনারেল কাস্ট পরিবারকে বছরে ৬,০০০ টাকা ভাতা দেওয়া হবে। পাবেন পরিবারের মহিলা সদস্য।
- পাহাড়ে স্পেশ্যাল ডেভলপমেন্ট বোর্ড।
- মাহিষ্য, তিলি, তামুল সম্প্রদায়কে আনা হবে ওবিসি আওতায়।
- খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথীর সব সুবিধা পাওয়া যাবে।
- বাংলার প্রত্যেক পরিবারের জন্যে 'ন্যূনতম আয় প্রকল্প' নেওয়া হবে।
- মেয়েদের জন্যে আরও স্কুল কলেজ করা হবে।
- আগামী মে মাস থেকে সব ধর্মের বিধবাদের জন্যে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।.
- আরও নতুন ১০ লক্ষ সেলফ হেল্প গ্রূপ (SHG) তৈরি করা হবে।