করোনার প্রতিষেধক পেলেন চা বাগানের কর্মীরাও - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


করোনার প্রতিষেধক পেলেন চা বাগানের কর্মীরাও

Share This

করোনার প্রতিষেধক পেলেন চা বাগানের কর্মীরাও
গুডরিক-এর মীনগ্লাস চা বাগানে কর্মীরা করোনার  প্রতিষেধক নিচ্ছেন 


আজ খবর (বাংলা), মালবাজার, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১৬/০৩/২০২১ :  এবার উত্তরবঙ্গের চাবাগান কর্মীরাও পেতে শুরু করল করোনা ভাইরাসের এর প্রতিষেধক। আজ মালবাজারের মীনগ্লাস (গুডরিক) চা বাগানের কর্মীরা পেলেন কোরোনার প্রতিষেধক।

করোনা আবহে দীর্ঘদিন লক ডাউন চলার সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেছেন মাল ব্লকের মীনগ্লাস চা বাগানের কর্মী ও কর্মচারীরা। সেই খবর আমরা এর আগে একাধিকবার কভার করেছিলাম। গুডরিকের এই চা বাগানে প্রত্যেক কর্মী ও শ্রমিকরা যাতে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেন তার জন্যে সর্বদা সচেষ্ট ছিলেন বাগানের পদাধিকারী আধিকারিকরা। সাবান দিয়ে হাত ধোয়া, নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে পাতা তোলা ছাড়াও অন্যান্য কাজ করা হয়েছিল। এমনকি বাগানের তরফে স্যানিটাইজার টানেলও বানিয়ে দেওয়া হয়েছিল, এই বাগানের কর্মীদের করোনা পরীক্ষাও করা হয়েছিল। যার ফল স্বরূপ এই বাগানে করোনা সেভাবে দাপট দেখাতেই পারে নি। 


আজ ডুয়ার্সের মীনগ্লাস চা বাগানে কর্মীদেরকে করোনার প্রতিষেধক দেওয়ার কাজ চলছে। মীনগ্লাস বাগানের হাসপাতালে আজ যাঁদের বয়স ৬০ বছরের উর্দ্ধে এবং যাঁদের বয়স ৪৫ থেকে ৫৯ এর মধ্যে এবং কোমরবিডিটি আছে সেইসব কর্মীদের করোনার প্রতিষেধক হিসেবে কোভিশিল্ড-এর প্রথম ডোজ দেওয়া হল। প্রতিষেধক দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন মালবাজার ব্লকের বিএমওএইচ শ্রী প্রিয়াংশু জানা এবং মালবাজার হাসপাতালের সুপার ডক্টর সুরজিৎ সেন। করোনা ভাইরাসের প্রতিষেধক পেয়ে বেশ খুশী মীনগ্লাস চা বাগানের কর্মীরা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages