আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৩/২০২১ : তৃণমূল কংগ্রেসে ফের তারকা যোগদান। আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।
আজ সকালে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, তৃণমূল ভবনে এসে তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি এবং তৃণমূল নেতা ব্রাত্য বসুর উপস্থিতিতে সায়ন্তিকা যোগ দিলেন জোড়া ফুল শিবিরে। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বেশ উচ্ছসিত দেখাচ্ছিল সায়ন্তিকাকে। তিনি বলেন, "গত ১০ বছর ধরে আমি দিদির সাথেই আছি, আজ শুধু অফিসিয়ালি দলে যোগ দিলাম। আমি বাংলার মানুষকে অনুরোধ করব আপনারা আমাদের সাথে এবং দিদির সাথে থাকুন। বাংলা চায় একমাত্র বাঙ্গালিকেই।"
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলিতে অভিনয় জগতের তারকাদের ভীড় বাড়ছে। গতকালই টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা শ্রাবন্তী যোগ দিয়েছিলেন বিজেপিতে। তার আগে পদ্ম শিবিরেই যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী এবং মল্লিকা ব্যানার্জিরা। আর কিছুদিনের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করে দেবে রাজনৈতিক দলগুলি। বিধানসভা নির্বাচনে অভিনয় জগতের আর কোন কোন তারকা শিল্পিরা প্রার্থী হতে চলেছেন সেদিকে নজর থাকবে আমাদের।