তৃণমূলের প্রার্থী হয়েও আমাদের সাথে যোগাযোগ রাখছেন অনেকেই : শমীক ভট্টাচার্য্য - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তৃণমূলের প্রার্থী হয়েও আমাদের সাথে যোগাযোগ রাখছেন অনেকেই : শমীক ভট্টাচার্য্য

Share This

তৃণমূলের প্রার্থী হয়েও আমাদের সাথে যোগাযোগ রাখছেন অনেকেই : শমীক ভট্টাচার্য্য
শমীক ভট্টাচার্য্য


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৩/২০২১ : তৃণমূলের প্রার্থী তালিকায় নাম উঠেছে, এমন ব্যাক্তিও বিজেপিতে যোগদান করতে চেয়ে আজও ফোন করছেন। শুক্রবার বিজেপির সাংবাদিক সম্মেলনে এমন দাবি করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। 

শমীকবাবু আরও বলেন, "২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তালিকায় ছিল বেশ কয়েক জন সংখ্যালঘু প্রার্থী, এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে বিয়াল্লিশ-এ। এতেই আরাবুল ইসলাম টিকিট না পেয়ে নিজের দলের পার্টি অফিস ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে। পরে তিনি আরও বলেছেন,' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে পালিয়ে বাঁচতে চাইছেন নন্দীগ্রামে প্রার্থী হতে চেয়ে। তার কারণ ভবানীপুরে অত্যন্ত সচেতন মানুষ আছেন বলে আসনটি মুখ্যমন্ত্রীর কাছে অনিশ্চিত হয়ে পড়েছে।" 

শমীক ভট্টাচার্য দাবি করেন, "এর আগে বিধান পরিষদ করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, হাইকোর্ট পরে তা বাতিল করে দিয়েছে। এখন আবার তাঁর দলের বাদ পড়া বিধায়কদের লোভ দেখাচ্ছেন। পরে তিনি আরও বলেন, বেশ কিছু তৃণমূলের বিধায়ক এবার তৃণমূলের টিকিট পেলেও তারা যে জিতে যাবেন, এটা তারা সুনিশ্চিত নন। তাই এখনও  আমাদের সঙ্গে তাঁরা যোগাযোগ করছেন।" 

সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, "বামেরা ভাইজানের কাজে আত্মসমর্পণ করেছেন। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অন ক্যামেরায় বলেছেন বামেরা ভোট ধরে রাখতে পারলেও  তৃণমূলের জয় হবেই। অখিল  ভারতীয় বিদ্যার পরিষদের  নামে মিথ্যা হ্যান্ডবিল ছাপিয়ে বলা হচ্ছে, দাঙ্গা করতে চাইলে বিজেপি নেতাদের ফোন করুন। এরকম লিখে বিজেপির নেতাদের ফোন নম্বর লিখে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ দায়ের করছি। তৃণমূলের প্রার্থী তালিকায় নাম উঠেছে, এমন ব্যাক্তিও বিজেপিতে যোগদান করতে চেয়ে আজ ও ফোন করছেন।" শুক্রবার বিজেপির সাংবাদিক সম্মেলনে এমনই  দাবি করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। 

রিপোর্ট : জয় গুহ 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages