ইংল্যান্ডকে ৩-২ ম্যাচে হারিয়ে টি২০ সিরিজ জিতে নিল ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ইংল্যান্ডকে ৩-২ ম্যাচে হারিয়ে টি২০ সিরিজ জিতে নিল ভারত

Share This

ইংল্যান্ডকে ৩-২ ম্যাচে হারিয়ে টি২০ সিরিজ জিতে নিল ভারত


আজ খবর (বাংলা), আমেদাবাদ,  গুজরাট, ২০/০৩/২০২১ :  আজ টি২০ ম্যাচের পঞ্চম খেলায় ৩৬ রানে ইংল্যান্ডকে  হারিয়ে ৫ ম্যাচের টি২০ ম্যাচের সিরিজ জিতে নিল ভারতীয় দল।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল টি২০ ক্রিকেট সিরিজের ফাইনাল ম্যাচ। এই সিরিজে ভারত যেমন  ২টি ম্যাচ জিতেছে, তেমনই  ইংল্যান্ডও ২টি ম্যাচ জিতেছিল, সিরিজ ছিল  ২-২ ; আজ পঞ্চম ম্যাচেই সিরিজের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল। সেইমত পঞ্চম টি২০ ম্যাচ খেলতে নামে এই দুই দেশ।  প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া।

প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ৩৪ বলে ৬৪ রান করে স্টোকসের বলে আউট হন। বিরাট কোহলি ৫২ বলে ৮০ রান তোলেন এবং অপরাজিত থেকে যান। এস যাদব ১৭ বলে ৩২ রান করে, তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসা বল লুফে নেন জ্যাসন রয়, বল করেছিলেন আদিল রশিদ। হার্দিক পান্ডিয়া মাত্র ১৭ বল খেলে মোট ৩৯ রান তোলেন, ম্যাচের শেষে তিনিও অপরাজিত থেকে যান। ভারত আজ ২ উইকেট হারিয়ে মোট ২২৪ রান তোলে।

ইংল্যান্ডের সামনে ছিল ২২৫ রানের টার্গেট। ব্যাট করতে নেমে জ্যাসন রয় ২ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। তাঁর উইকেটটি পেয়েছেন ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের উইকেটরক্ষক বাটলার ৩৪ বলে তোলেন ৫২ রান।ভুবনেশ্বর কুমারের বলে তাঁর ক্যাচটি তালুবন্দী করেছেন হার্দিক পান্ডিয়া। মালান ৪৬ বল খেলে ৬৮ রান করে আউট হন শার্দুল ঠাকুরের বলে। বেয়ারস্টো ৭ বল খেলে ৭ রান করে শার্দুল ঠাকুরের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে।  ইংল্যান্ডের অধিনায়ক মর্গ্যান আউট হন হার্দিক পান্ডিয়ার বলে। তিনি ৪ বলে মাত্র ১ রান করেন। স্টোকস করেছেন ১২ বলে ১৪ রান, তাঁর উইকেটটি পেয়েছেন টি নটরাজন, ক্যাচ নিয়েছেন সূর্য কুমার যাদব। জর্ডন ১০ বলে ১১ রান করে আউট হয়েছেন শার্দুল ঠাকুরের বলে, ক্যাচ নিয়েছেন সূর্যকুমার যাদব। আর্চার মাত্র ২ বল খেলে ১ রান করেন; তাঁকে রান আউট করেছেন সূর্যকুমার যাদব।  কারেন  মাত্র ৩ বলে ১৪ রান করেন, আর আদিল রশিদ কোনো রান করেন নি। ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে মোট ১৮৮ রান তোলে। 

ইংল্যান্ডের সাথে আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য  ম্যাচ হয়েছেন ভুবনেশ্বর কুমার, তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন। ইংল্যান্ডের সাথে এই টি২০ সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এই  সিরিজে ভারত ইংল্যান্ডকে ৩-২ ম্যাচে হারিয়েছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages