চীনের দিকে নয়, ভারতের দিকেই ঝুঁকে রয়েছে নেপাল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চীনের দিকে নয়, ভারতের দিকেই ঝুঁকে রয়েছে নেপাল

Share This

চীনের দিকে নয়, ভারতের দিকেই ঝুঁকে রয়েছে নেপাল
বাবুরাম ভট্টরাই 


আজ খবর (বাংলা), কাঠমান্ডু, নেপাল। ০২/০৩/২০২১ : নেপাল কখনোই চীনের দিকে ঝুঁকে নেই, বরং ভারতের সাথে আরও মজবুত গাঁটছড়া বেঁধে চলতে চায়, আজ এই কথা বললেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই।

ভারতের সাথে নেপালের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক বহুদিনের। কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটতে থাকে, যাতে মনে হয় নেপাল ভারতের থেকেও বেশি গুরুত্ত্ব দিতে চাইছে চীনকে। প্রধানমন্ত্রী ওলির জমানাতেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। ভারত-নেপাল সীমান্তে ভারতের ৩টি গ্রামকে নিজেদের বলে দাবী করেছিল নেপাল, এবং সেই অনুযায়ী নেপালের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় নেপালের বেশ কিছু তরুণকে ভারত বিরোধী কথা বলতেও শোনা গিয়েছিল। সেই সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, "নেপালের সাথে ভারতের 'রোটি-বেটি' সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক এত ভঙ্গুর নয় যে রাতারাতি তা ভেঙে যাবে।" 

প্রায় একই কথা শোনালেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই। তিনি বলেন, "দিল্লীর কেউ কেউ মনে করছেন বটে যে নেপাল সম্পূর্ণভাবে চীনের দিকে ঝুঁকে পড়েছে, কিন্তু  তা সত্য নয়। ভারতের সাথে আমাদের ইতিহাসের সম্পর্ক, তাই ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, দুই দেশই  এই সম্পর্ককে শ্রদ্ধা করি। চীনের সাথেও আমাদের বন্ধুত্ব আছে, তারা আমাদের প্রতিবেশী দেশ হলেও আমরা সব বিষয়ে তাদের কাছাকছি পৌঁছাই না। কেননা চীনের অবস্থান হিমালয়ের অপর পাড়ে , হিমালয় পর্বত নিজেই এই দূরত্ব তৈরি করে রেখেছ চীনের সাথে।"

এই মুহূর্তে নেপালে একটা রাজনৈতিক সঙ্কট চলছে। যে কমিউনিস্ট পার্টি নেপালে সবচেয়ে বেশি জনাদেশ নিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করেছিল, সেই কমিউনিস্ট পার্টি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে নেপালে। যেখানে ওলি পন্থী এবং প্রচন্ডপন্থীদের মধ্যে বিভাজন আরও চওড়া হয়ে উঠছে। শাসনকালের মাঝেই হঠাৎ করে  সেখানে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। যেটা কোনো দেশের শাসনব্যবস্থা ও গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক নয়। এই সঙ্কটের মধ্যে নেপাল ভারতকেই বেশি ভরসা করতে চাইছে একজন বন্ধু দেশ হিসেবে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages