আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৩/২০২১ : ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার স্ট্র্যান্ড রোডের কয়লাঘাটে পূর্ব রেলের দপ্তরে। এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মতই ৯ জনের। আহত আরও অনেকে।
ঠিক কিভাবে রেলের দপ্তরে আগুন লেগেছে তাএখনো পর্যন্ত বোঝা যায় নি। কিন্তু সন্ধ্যে সাড়ে ৬টা থেকে জ্বলতে থাকা কয়লাঘাটের রেল দপ্তরে একের পর এক মানুষের মর্মান্তিক মৃত্যু কলকাতার মানুষকে স্তম্ভিত করে তুলেছে। আজ সন্ধ্যে ৬টা ১০ মিনিটে কলকাতার কয়লাঘাটের দপ্তের ভয়াবহ অগ্নি কন্ডে রেলের আধিকারিকরা যেমন মারা গেলেন, তেমন দুই আর পি এফ অফিসার এবং এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। লিফটে করে উঠতে গিয়ে দমকল কর্মীরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দগ্ধ অবস্থায় কয়েকটি দেহ উদ্ধার করা হয়েছে।
মৃতদেহগুলোর ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। অসুস্থদের পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কয়েকজন। এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে সামনে থেকে দাঁড়িয়ে গোটা বিষয়টি তদারকি করেছেন। রাজ্য সরকার মৃতদের আত্মীয়দের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। মৃতদের আত্মীয়াদের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা ভাবাচ্ছে, সেটা হল মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।