আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১২/০৩/২০২১ : বিজেপির চক্রান্ত রুখতে আরো সতর্ক হতে হবে প্রশাসনকে সেইসঙ্গে নিজেদের আরও সচেতন চোখ কান খোলা রেখে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে এই কথাগুলো বলেছেন 'গ্রাসরুট' নামক তৃণমূলের সোশ্যাল মিডিয়ার একটি সংগঠন।
বুধবার দিন নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়ে এ বিষয়ে উপযুক্ত তদন্ত দাবি করে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া সংগঠন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন সংগঠনের জেলা সভাপতি শুভঙ্কর মিশ্র।
এদিন শুভঙ্কর মিশ্র জানিয়েছেন, "আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী শক্তি বিজেপির মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে।" কোনরকম প্ররোচনায় পা না দেওয়ার জন্য তিনি আবেদন রাখেন দলীয় কর্মীদের প্রতি। পাশাপাশি তিনি দলনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।