আজ খবর (বাংলা), মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ২৯/০৩/২০২১ : এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে, যে কারনে রাজ্য জুড়ে নির্বাচনী বিধি লাগু রয়েছে। এখন পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্তেও চলছে বেশ কড়াকড়ি। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অনেক আগেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কড়া প্রহরার নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যেই অনুপ্রবেশের দায়ে আজ তিন বাংলাদেশী এবং তাদের সাহয্য করার জন্যে এক ভারতীয়কে আটক করেছ বিএসএফ।
মুর্শিদাবাদ-এর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সুতি-র বয়রাঘাট এলাকায় BSF, তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী ও এক ভারতীয়কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বিএসএফের ৭৮ নং ব্যাটেলিয়নের সিও বিজয় সিং মেহতা জানিয়েছেন, "ধৃতদেড় নাম আনারুল শেখ, আল-আমীন শেখ, ও কোংকন শেখ।" এরা বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ঐ তিন বাংলাদেশী বাদশা শেখ নামের মুর্শিদাবাদের এক বাসিন্দার সাথে সীমান্ত পার করে এদেশে ঢুকছিল। জওয়ানরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের আটক করে। তারা এদেশে রাজমিস্ত্রির কাজের খোঁজে এসেছিলো বলে জেরায় জানিয়েছে। আজ তাঁদের সুতি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ আরও তদন্ত করে দেখছে এদের সাথে আর কে কে যুক্ত রয়েছে। কিভাবে তারা কাঁটাতার পার করে এদেশে প্রবেশ করেছিল।