কলকাতা জুড়ে চলছে আয়কর দপ্তরের তল্লাশি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কলকাতা জুড়ে চলছে আয়কর দপ্তরের তল্লাশি

Share This

কলকাতা জুড়ে চলছে আয়কর দপ্তরের তল্লাশি


আজ খবর (বাংলা), ক্যালকাটা, পশ্চিমবঙ্গ, ১১/০৩/২০২১ : আয়কর দপ্তর কলকাতার বিভিন্ন জায়গায় ৯ই মার্চ তল্লাশী অভিযান চালিয়েছে। বৈদ্যুতিক ও আলোকমালা সাজানোর ব্যবসার সঙ্গে জড়িত বেশ কয়েকজন কলকাতা ভিত্তিক ব্যবসায়ীর ভবনে আয়কর দপ্তর অভিযান চালায়। বাজারে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই অভিযান শুরু করা হয়। ৯ই মার্চ কলকাতার তিনটি জায়গায় তল্লাশী চালানো হয়।   

তল্লাশীতে বেশকিছু নথিপত্র ও বৈদ্যুতিন প্রামান্য নথি পাওয়া গেছে,  যেখান থেকে উদ্বেগজনক কিছু আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। চীনা রপ্তানীকারকদের সঙ্গে এরা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে আর্থিক লেনদেন করেছেন। এই লেনদেন চলার সময় বিদেশ থেকে জিনিসপত্র  আমদানি সংক্রান্ত কাস্টমস ডিউটির অর্থ যাতে কম দিতে হয় এইসব ব্যবসায়ীরা সেভাবেই আর্থিক লেনদেন করেছে। দেশীয় বাজারে বিভিন্ন জিনিস কেনা-বেচা হয়েছে এ ধরণের তথ্য এইসব হিসেব বর্হিভূত লেনদেনে উঠে এসেছে।  

প্রাথমিক তদন্তে দেখা গেছে হিসেব বর্হিভূত লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তিরা গোপনভাবে পুরো কাজটি করেছে। যখনই তারা টাকা পেয়েছে তখনই সেই টাকা বিদেশী মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে এবং চীনা রপ্তানীকারকদের অ্যাকাউন্টে তা পাঠানো হয়েছে। এইসব চীনা রপ্তানীকারকরা ভারতে নানা ধরণের পণ্য রপ্তানী করে। এই আর্থিক লেনদেনর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আয়কর দপ্তর বেশকিছু মোবাইল ফোন ও বৈদ্যুতিন সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। 

প্রায় ৩ কোটি টাকার হিসেব বর্হিভূত অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও আয়কর দপ্তর আলাদাভাবে আর একটি অভিযানে ৭৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।  

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages