আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৩/২০২১ : ফের একবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, আগামী রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদীর জনসভায় তাঁকে দেখা যেতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।
আজ শুক্রবার, রাজ্যের রাজনিতিতে বিশেষ একটা দিন; কেননা আজ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যুযুধান দুই পক্ষই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে। কোন কেন্দ্রে কে প্রার্থী হচ্ছেন, সেদিকে নজর থাকবে সকলের। কিন্তু রাজ্যের রাজনীতিতে বড়সড় চমক দিতে চলছে বিজেপি। আগামী রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি বিশাল জনসভা করতে চলেছে গেরুয়া শিবির। যে জনসভার মধ্যমনি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আগে থেকেই জানিয়ে রেখেছেন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জমায়েতের সব রেকর্ড ভেঙে দিয়ে মোদীর জনসভায় রেকর্ড ভীড় হবে, অন্ততপক্ষে ১৩ লক্ষ মানুষের সমাগম হবে সেদিন। এই জনসভাকে ঘিরে মানুষের কৌতূহল চরমে উঠেছে। সূত্র মারফত জানা গিয়েছে, এই জনসভায় বড় কোনো চমক দিতে চলেছে বিজেপি। পদ্ম শিবির অনেক আগেই ঘোষণা করেছিল রাজ্যে নির্বাচন বিধি লাগু হয়ে গেলেই অনেক চমক দেখাবে বিজেপি। কিন্তু কি সেই চমক তা খোলসা করে জানানো হয়নি।
যেটা জানা যাচ্ছে, মেগাস্টার মিঠুন চক্রবর্তী যোগ দিতে চলেছেন বিজেপিতে। আগামী রবিবার মোদীর বিশাল জনসভায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে চলেছেন মিঠুন। এ ব্যাপারে মিঠুন সম্মতিও জানিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিকছুদিন আগেই মিঠুনের মুম্বইয়ের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁদের মধ্যে এক ঘন্টারও বেশ সময় ধরে আলোচনা হয়েছিল। যদিও সেই সময় মিঠুন তাকে সৌজন্যমূলক সাক্ষাৎকার বলেছিলেন। কিন্তু আজ যে খবর পাওয়া যাচ্ছে, তাতে এটা বুঝতে কোনো অসুবিধা নেই যে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দিচ্ছেন। তবে তাঁকেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ হিসেবে বিজেপি তুলে ধরতে চাইছে কিনা, তা আর কিছুদিন পরেই পরিষ্কার হয়ে যাবে।