![]() |
সেই সখ্যতা আজ ইতিহাস |
আজ খবর (বাংলা), নন্দীগ্রাম, পশ্চিমবঙ্গ, ০৮/০৩/২০২১ : ২০২১১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামকে ঘিরেই সম্ভবত সবচেয়ে হাই ভোল্টেজ প্ততিদ্বন্দীতার সাক্ষী হতে চলেছেন রাজ্যের মানুষ।
আগামী ১০ তারিখে হলদিয়ায় গিয়ে মনোনয়ন পেশ করতে চলেছেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্যবার তিনি কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়ালেও এবার তিনি দাঁড়িয়েছেন নন্দী গ্রামথেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন তাঁর রাজনৈতিক উত্থানের অন্যতম মূল কারন হিসেবে জানে বঙ্গবাসী। এবার সেই নন্দীগ্রাম থেকেই প্রার্থী হয়ে দাঁড়াতে চলেছেন তিনি। তবে যেহেতু মমতাকে গোটা রাজ্যই চষে বেড়াতে হবে, তাই নন্দীগ্রামে প্রচারের জন্যে তিনি হয়ত কিছুটা কম সময় দিতে পারবেন তাঁর নির্বাচনী কেন্দ্রে। এদিকে চলতি সপ্তাহে তিনি জঙ্গলমহলেও ৩ দিনের সফরে যাবেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে শুভেন্দু অধিকারী মেদিনীপুরের ভূমিপুত্র। বিজেপি প্রথম দফায় যে ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, তার মধ্যে নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবে রয়েছেন শুভেন্দু অধিকারীর নাম. শুভেন্দু আগামী ১১ তারিখে প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করতে চলেছেন। মেদিনীপুর সহ রাজ্যের রাজনীতিতে অধিকারী পরিবারের গুরুত্ত্ব অনেক। শুভেন্দুকে সমর্থন করছে সেই অধিকারী পরিবারের সদস্যরাও। শুভেন্দু নিজেও বার বার ঘোষণা করেছেন মেদিনীপুরে তিনিই সবচেয়ে বেশি জনপ্রিয় এবং নন্দীগ্রামে প্রতিদ্বন্দী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অন্তত ৫৯ হাজার ভোটে পরাজিত করবেন। এইরকম পরিস্থিতিতে যুযুধান দুই পক্ষই ভোট প্রচারে নামছে। অপেক্ষা করতে হবে ২রা মে তারিখ পর্যন্ত, যেদিন জানা যাবে কে জিতবেন নন্দীগ্রাম থেকে ? মমতা না শুভেন্দু ?