যাঁরা বিশ্বাসঘাতক বলছেন, তাঁরাই বিশ্বাসঘাতক : শিশির অধিকারী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


যাঁরা বিশ্বাসঘাতক বলছেন, তাঁরাই বিশ্বাসঘাতক : শিশির অধিকারী

Share This

 

যাঁরা বিশ্বাসঘাতক বলছেন, তাঁরাই বিশ্বাসঘাতক : শিশির অধিকারী

আজ খবর (বাংলা), পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ২১/০৩/২০২১ : মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আর তাঁর ছেলে শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলেছেন। মমতার এই বক্তব্যের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন সাংসদ শুভেন্দু অধিকারী। 

শিশির অধিকারী তৃণমূলের সাথে সবরকম সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ করলেন। শিশিরবাবু যেমনটা জানিয়েছিলেন সেইমত তিনি এগরায় বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন। ওই জনসভায় বক্তব্য রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিশির অধিকারী আজ বলেন, "আমাদেরকে যাঁরা বিশ্বাসঘাতক বলছেন, তাঁরা নিজেরাই এক একজন বিশ্বাসঘাতক। আমি মেদিনীপুরের সন্মান রক্ষা করতেই লড়াই চালিয়ে যাব। নন্দীগ্রাম থেকে শুভেন্দু জিতবে, জিতবে, জিতবে।"

আজ যেমন বেশ কিছু নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁদেরকেই বিশ্বাসঘাতক বলা হচ্ছে। কিন্তু একটা সময় মমতা নিজেই কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, সেই সময় কংগ্রেস ছেড়ে বহু কর্মী চলে এসেছিলেন, তাঁরা তৃণমূলে যোগ দিয়েছিলেন। শিশির অধিকারী সেই ঘটনাকেই বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করতে চেয়েছেন।

এদিকে আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দলীয় ইস্তেহার প্রকাশ করতে  চলেছে বিজেপি। সকলের নজর রয়েছে সেই দিকে। এই ইস্তেহার প্রকাশ করা হবে কলকাতার সল্টলেকের ইজেডসিসি থেকে। ইস্তেহার প্রকাশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; যদিও ইস্তেহার শব্দটি ব্যবহার করতে ইচ্ছুক নয় বিজেপি, তাঁরা একে সংকল্প পত্র বলতে চাইছেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages