এক ঝাঁক চেনা মুখকে প্রচারে নামাচ্ছে বঙ্গ বিজেপি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এক ঝাঁক চেনা মুখকে প্রচারে নামাচ্ছে বঙ্গ বিজেপি

Share This

 

এক ঝাঁক চেনা মুখকে প্রচারে নামাচ্ছে বঙ্গ বিজেপি

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৩/২০২১ : আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলতে রাজ্য বিজেপির তরফ ৪০ জনের একটি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় যাঁরা রয়েছেন, তাঁরা প্রত্যেকেই রাজনীতির ময়দানে বেশ জনপ্রিয় মুখ বা সেলেব্রিটি।. এই ৪০ জন গোটা রাজ্যেই বিধানসভা নির্বাচনের আগে প্রচার, রোড  শো, ৱ্যালি  এবং প্রচুর জনসভা করতে থাকবেন।

রাজ্য বিজেপির তরফ থেকে যে ৪০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তার শীর্ষে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর নাম। তার পরেই আছে বিজেপির  সর্ব ভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা এবং তিন নম্বরে রয়েছে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নাম। ওই তালিকায় চার নম্বরে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম।. এছাড়াও ওই তালিকায় আছেন  বেশ কিছু তারকা সেলেব্রিটির নামও। 

বিজেপির তালিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, নীতিন গড়করী, অর্জুন মুন্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, মুকুল রায়, দিলীপ ঘোষ, যোগী আদিত্যনাথ, শিবরাজ সিং চৌহান, ফগগন  সিং কুলাস্তে, মনসুখ মন্ড্যব্য, জুয়াল  ওরাঁও , শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, অরবিন্দ মেনন, অমিত মালব্য, বাবুল সুপ্রীয়, দেবশ্রী চৌধুরী, নরোত্তম মিশ্র, বাবুলাল মারান্ডি,  রঘুবর দাস, সইদ শাহনাওয়াজ হুসেইন, মনোজ তেওয়ারি, রুপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, রাজু ব্যানার্জি, অমিতাভ চক্রবর্তী, জ্যোতির্ময় সিং মাহাতো, ড: সুভাষ সরকার, শ্রীকুমার হেমব্রম, যশ  দাসগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল চ্যাটার্জি ও হীরন চ্যাটার্জি। এই তালিকাভুক্ত সকালেই পশ্চিমবঙ্গের সর্বত্র নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages