বিদেশ বসুর মনোনয়ন, উলুবেড়িয়ার রাজপথ সবুজ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিদেশ বসুর মনোনয়ন, উলুবেড়িয়ার রাজপথ সবুজ

Share This

বিদেশ বসুর মনোনয়ন, উলুবেড়িয়ার রাজপথ সবুজ


আজ খবর (বাংলা), উলুবেড়িয়া, হাওড়া, পশ্চিমবঙ্গ, ২২/০৩/২০২১ : আজ উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিশিষ্ট ফুটবলার বিদেশ বসুর নমিনেশন দাখিল করাকে কেন্দ্র করে কর্মীদের উচ্ছাসে উলুবেড়িয়া পৌরসভা সহ উলুবেড়িয়ার রাজপথ ছিল সবুজ বাহিনীর দখলে। 

তৃণমূল প্রার্থী বিদেশ বসুর নমিনেশন হাজির ছিলেন হাওড়া জেলা দুই সাংসদ উলুবেড়িয়ার সাজদা আহমেদ এবং হাওড়ার প্রসূন ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। মিছিলটির নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের গ্রামীণ সভাপতি তথা  উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী পুলক রায়। মিছিলটি উলুবেড়িয়া পৌরসভার সামনে থেকে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত প্রায় ১০হাজারের বেশি মানুষ বাদ্যযন্ত্র সহকারে মনোনয়নে হাজির ছিলেন। 

হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি মহকুমা শাসকের কার্যালয়ের কাছে ফুটবলে শট করতে করতে প্রার্থীকে নিয়ে মনোনয়নের দাখিলের জন্য নিয়ে যান এবং তিনি মিছিলের মানুষের সমাগম দেখে আশাবাদী হাওড়া জেলা ১৬টি আসনের মধ্যে সবকটি আসনেই জয় লাভ করবেন এবং তাঁর বন্ধু বিদেশ বসুর সমর্থনে আবারও উলুবেড়িয়ায় প্রচার করতে আসবেন।তার সাথে গতকাল বিজেপির ইস্তাহার প্রকাশ কে কটাক্ষ করে বলেন ওরা মিথ্যা প্রতিশ্রুতির দল তাই ওদের নিয়ে কিছু না বলাই শ্রেয়।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় গ্রামীণ হাওড়ার সবথেকে হাইভোলটেজ এই পূর্ব কেন্দ্রেই কাজেই আজকের এই ঐতিহাসিক জনসমাগম কতটা সফলতা লাভ করল তার জন্য অপেক্ষা করতেই হবে আগামী ২রা মে ফলপ্রকাশ পর্যন্ত!

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages