![]() |
যশোবন্ত সিনহা |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৩/২০২১ : যশোবন্ত সিনহা সদ্য যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে , আর এবার তাঁকে তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট পদ দিয়ে দেওয়া হল. যশোবন্ত সিনহা কেন্দ্রে বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, এবার তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের সহ সভাপতি হয়ে গেলেন।
যশোবন্ত সিনহাকে দলের সহ সভাপতি নিয়গপত্রে সাক্ষর করেছেন সুব্রত বক্সী। বেশ কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেসকে মৌখিকভাবে সমর্থন করে আসছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা। তিনি বলেন, "নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনা তাঁকে তৃণমূলে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে, তাই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। শুধু তাই নয় মমতার লড়াকু ইমেজ দীর্ঘদিন ধরেই তিনি পছন্দ করেছেন।"
গত ১৩ তারিখে যশোবন্ত সিনহা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে, আর আজ তাঁকে সহ সভাপতির পদ দিয়ে সম্মানিত করা হল. আগামী ২৭শে মার্চ পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে আট দফার বিধানসভা নির্বাচন। প্রথম দফায় মোট ১৬টি বিধানসভা কেন্দ্রে ভোট করা হবে. রাজ্যে ভোট শেষ হবে ৩০শে এপ্রিল। ভোট গণনা হবে ২রা মে. তার আগে রাজ্যের মোর ৭,৩৪,০৭,৮৩২ ভোটার রাজ্য প্রশাসনের ভাগ্য নির্ধারণ করবেন।