![]() |
মেঘলা দার্জিলিং (ফাইল চিত্র) |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৬/০৩/২০২১ : আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দিল্লীর মৌসম ভবন। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। ওমনকি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় আবাহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চল ও পাঞ্জাবে গত ২২-২৪ মার্চ বিস্তীর্ণ এলাকা জুড়ে বর্ষণ/তুষারপাত/বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এবং তার প্রভাবে ঘূর্ণায়মান পরিস্থিতির অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় পশ্চিম হিমালয় অঞ্চল ও পাঞ্জাবে বৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম ও সংলগ্ন মধ্য ভারতেও ২২-২৪ তারিখ পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং রাজস্থানে ধূলাঝড় বয়েছে।
মধ্য ভারতে এই ঘূর্ণায়মান পরিস্থিতির ফলে গত ১৮-২৪ মার্চ পর্যন্ত মধ্য ভারতের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম অভিমুখী বায়ু প্রবাহের দরুণ উত্তর-পূর্ব ভারতে আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে বর্ষণ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরফলে, এই অঞ্চলে বন্যার মতো পরিস্থিতি দেখা দিতে পারে।
# England Vs. India 2nd ODI Score - India - 309/5 (47 Overs) R. Pant Out 77 runs. H. Pandiya - 21 K. Pandiya - 8 runs