![]() |
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র) |
আজ খবর (বাংলা), দাঁতন, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ১৫/০৩/২০২১ : ঝাড়গ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভায় তেমন একটা ভীড় হয় নি বলে কটাক্ষ করলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ দাঁতনে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রচন্ড গরমে এবং রোদের মধ্যে আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেছেন। তাই আমি আজ আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। অথচ দেখুন ঝাড়গ্রামে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা ছিল, যদিও হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারনে তিনি জনসভায় পৌঁছাতেই পারেন নি, কিন্তু সেই জনসভার ছবি আমার কাছে এসে পৌঁছেছে। সেভাবে কোনো ভীড় হয় নি ওই জনসভায়। এর থেকে তো গ্রামে গঞ্জে চায়ের দোকানগুলোতেও বেশি ভীড় হয় !"
অভিষেক এদিন বলেন, "ভোটের ফলাফলে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরে আসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মেদিনীপুরের মানুষ বিশ্বাসঘাতকদের পছন্দ করে না। যে সব বিশ্বাসঘাতকরা বাংলাকে দিল্লীর কাছে বিক্রি করে দিতে চাইছে, ইভিএম মেশিনে তাদের যোগ্য জবাব দিন। ওরা মধ্যপ্রদেশ, গুজরাটের সাথে বাংলাকে গুলিয়ে ফেলেছে। এভাবে বাংলাকে জয় করা যায় না, আর ওরা সেটা এখন থেকেই বুঝতে শুরু করে দিয়েছে। আমেদাবাদের একটি স্টেডিয়ামের নাম সরদার বল্লভ ভাই প্যাটেলের নামে করার কথা হয়েছিল, কিন্তু সেই স্টেডিয়ামের নাম করা হয়েছে নরেন্দ্র মোদীর নামে। এরপর এরা যদি বাংলায় কোনোভাবে আসে, তাহলে এই মেদিনীপুরের নাম 'মোদী'নিপুর করে দেওয়া হবে, সেটা কি আপনারা আদৌ চান ?"
অভিষেক বলেন, "ওরা 'জয় শ্রী রাম' বলত, আমরা বলেছিলাম মহিলাদের প্রতি সম্মান দিয়ে আমরা 'জয় সিয়া রাম' বলাবো। এখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে গদ্দার মীর্জাফররা পর্যন্ত 'জয় সিয়া রাম' বলতে শুরু করেছে। ওরা বলছে 'সুনার বাংলা' বানাবে, 'সুনার বাংলা' ! সোনার বাংলা কথাটাও উচ্চারণ করতে পারে না, আবার সোনার বাংলা বানাবে ! তাই যদি হবে, তাহলে এতদিনে সোনার উত্তর প্রদেশ হল না কেন ? কেন সোনার বিহার, মধ্যপ্রদেশ বা গুজরাট হল না ? একদিকে বলছে স্বাস্থ্যসাথী কার্ড নাকি ভাঁওতা, অন্যদিকে দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বলছে জয় মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লীর কাছে বশ্যতা স্বীকার করুক ? যদি তা না চান, তাহলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোট দিয়ে জিতিয়ে আনুন।"