আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০২/০৩/২০২১ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার ন্যাশনাল কংগ্রেসের কাশ্মীরের প্রবীণ সাংসদ ফারুক আবদুল্লা করোনা ভাইরাসের প্রতিষেধক নিলেন।
আজ সকালে শ্রীনগরে কোরোনার প্রতিষেধক নিলেন নক্ষ্মীরের সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তাঁর ছেলে ন্যাশনাল কংগ্রেসের নেতা এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আজ বলেন, "স্বাস্থ্যগত কিছু বিষয় থাকলেও আমার ৮৫ বছর বয়স্ক বাবা আজ করোনার প্রতিষেধক নিলেন। তাই জনসাধারণকে বলছি, আপনারাও যত শীগ্র সম্ভব করোনার প্রতিষেধক নিয়ে নিন. আমি শ্রীনগরের এসকেআইএমএস হাসপাতালকে ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই. আমার বৃদ্ধ বাবার নানারকম শারীরিক প্রতিকূলতা আছে, তাঁর শরীরে কিডনির সমস্যাও আছে. তা সত্ত্বেও তাঁকে প্রতিষেধক দেওয়া গিয়েছে। এই বৃদ্ধ বয়সে যদি তিনি প্রতিষেধক নিতে পাবেন, তাহলে আপনারা কি জন্যে দেরি করছেন? যত শীঘ্র সম্ভব প্রতিষেধক নিয়ে নিন আপনারাও।"
এদিকে আজ দিল্লীর Heart & Lung Institute এ এসে করোনার প্রতিষেধক নিলেন দেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধনও. গোটা দেশেই বর্তমানে করোনা ভাইরাসের প্রতিষেধক দেওয়ার কাজ চলছে। বিশেষ করে প্রবীণ নাগরিক ও যাঁদের কো মর্বিডিটি আছে, সেইসব মানুষকেই প্রতিষেধক দেওয়ার কাজ চলছে। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন এই মুহূর্তে ভারতে ১৪৮৫৪১৩৬ জন মানুষকে করোনার প্রতিষেধক দেওয়া হয়েছে।