আজ খবর (বাংলা), তারাপীঠ, বীরভূম,পশ্চিমবঙ্গ, ০৯.০২/২০২১ : তারাপীঠে পুজো দিয়ে আজ রাজ্যে দ্বিতীয় 'পরিবর্তন যাত্রা'র সূচনা করলেন বিজেপি সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা।
রাজ্যে মোট পাঁচটি পরিবর্তন যাত্রার আয়োজন করেছে বিজেপি। বর্তমান রাজ্য সরকারকে পরিবর্তন করতে চেয়েই রাজ্য জুড়ে মোট পাঁচটি পরিবর্তন যাত্রা করা হবে, যার মধ্যে তিনটি উদ্বোধন করবেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং দুটি উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিবর্তন যাত্রা রাজ্যের সবকয়টি বিধানসভা কেন্দ্রগুলিকেই ছুঁয়ে যাবে। পরিবর্তন যাত্রার শেষ দিনে বীরভুমেরই নান্নুরে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকি পরিবর্তন যাত্রার শেষদিনে উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদীও।
![]() |
তারাপীঠ মন্দিরে পুজো দিলেন জে পি নাড্ডা, সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ |
পরিবর্তন যাত্রার প্রথম রথযাত্রা গত শনিবার নবদ্বীপ থেকে উদ্বোধন করেছিলেন শ্রী নাড্ডা, আজ তারাপীঠের চিল্লার মাঠ থেকে পরিবর্তন যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনা করলেন তিনি। পরিবর্তন যাত্রার উদ্বোধন করতে গিয়ে জে পি নাড্ডা বলেন, "যে পশ্চিমবাংলাকে এক সময় প্রগতি এবং সংস্কৃতির জন্যেই সবাই জানতো, যে পশ্চিমবাংলা গোটা দেশকে আগামীর রূপরেখগা ঠিক করে দিত, সেই বাংলাকেই দুর্নীতি দিয়ে গ্রাস করেছে বর্তমান রাজ্য সরকার। তাই রাজ্যে প্রকৃত পরিবর্তন নিয়ে আসার জন্যেই বিজেপি রাজ্যব্যাপী 'পরিবর্তন যাত্রা'র ডাক দিয়েছে।