আজ খবর (বাংলা), চুঁচুড়া, হুগলি, ২২/০২/২০২১ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখতে পাওয়ার জন্যে আজ চুঁচুড়ার ডানলপ গ্রাউন্ডে জনপ্লাবন দেখতে পাওয়া গেল। এই জনস্রোত দেখে আপ্লুত হলেন প্রধানমন্ত্রীও।
আজ হুগলির সাহাগঞ্জে ডানলপ গ্রাউন্ডে একটি জনসভায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা না হলেও রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে অনেক দিন থেকেই। আসন্ন বিধাকনসভা নির্বাচনের দিকে পাখির চোখ রেখে বিজেপি মিছিল, জনসভা, যোগদান মেলা, রোড শো,পরিবর্তন যাত্রার মত নানারকম কর্মসূচী শুরু করেছে। দিল্লী থেকেও কেন্দ্রীয় নেতৃত্ব বার বার আসছে পশ্চিমবঙ্গে।
ইতিমধ্যেই রাজ্যে একাধিকবার এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৈলাস বিজয়বর্গীয় সময় থাকছেন রাজ্যেই। আজ আবারও রাজ্যে ঝটিকা সফর করে গেলেন মোদী। আজ তাঁকে এক ঝলক দেখবার জন্যে চুঁচুড়ার সাহাগঞ্জ এলাকা যেন রাস্তায় নেমে এসেছিল। আজ মোদীর জনসভাতেও ছিল জন প্লাবন। যা দেখে আপ্লুত হয়েছেন স্বয়ং মোদীও। বলেছেন, "এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছেই।"
(দেখুন ভিডিও)