আজ খবর (বাংলা), কোচবিহার, পশ্চিমবঙ্গ, ১৪/০২/২০২১ : একাদশ রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব পশ্চিমবঙ্গের কোচবিহারে প্যালেস গ্রাউন্ডে রবিবার বিকেল ৫.৩০এ সূচনা হবে। পর্যটন ও সংস্কৃতি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনকরের উপস্থিতিতে এই উৎসবের উদ্বোধন করবেন। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ উদ্যোগে ১৪ই ফেব্রুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক উৎসবের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কোচবিহারের সাংসদ শ্রী নিশীথ প্রামানিক, জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়, সংস্কৃতি মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতী অমৃতা প্রসাদ সারভাই, সংস্কৃতি মন্ত্রকের নির্দেশক শ্রীমতি দীপিকা পোখারনা এবং বিভিন্ন আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্দেশকরা উপস্থিত থাকবেন।
চলচ্চিত্রে সঙ্গীত শিল্পী ও সঙ্গীত শ্রষ্ঠা শ্রী কৈলাশ খের, বিশিষ্ট তবলা বাদক শ্রী বিক্রম ঘোষ, দ্বৈত সঙ্গীত শিল্পী সৌরেন্দ্র-সৌমজিৎ, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শৌনক চট্টোপাধ্যায়, কত্থক শিল্পী পারমিতা মৈত্র ও সৌভিক চক্রবর্তী, বিখ্যাত বাংলা লোকগানের ব্যান্ড দোহার, ড্যান্সার্স গিল্ডের পক্ষে শ্রী সুদীপ ভট্টাচার্য এই অনুষ্ঠানে শ্রোতা দর্শকদের মনোরঞ্জন করবেন। ২০২১এর রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের বিভিন্ন আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রের সহায়তায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শিল্পীদের এই অনুষ্ঠানে শ্রোতা দর্শকদের কাছে নিয়ে আসে।
সংস্কৃতি মন্ত্রকের ফ্ল্যাগশিপ উৎসব- রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব ২০১৫ সালে শুরু হয়েছিল। প্রথম রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব সে বছরের নভেম্বর সফলভাবে আয়োজিত হয়েছিল। দিল্লী, কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তর পূর্বাঞ্চল, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরাখন্ডে এর আগে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গের কোচবিহারের মানুষ ১৪ই ফেব্রুয়ারি থেকে উৎসবের আনন্দ উপভোগ করবেন।
কোচবিহারে ১৪-১৬, দার্জিলিং-এ ২২ থেকে ২৪ এবং মুর্শিদাবাদে ২৭ থেকে ২৮ এই মহোৎসবের আয়োজন করা হয়েছে।
কোচবিহারে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের অনুষ্ঠান সূচি :
১৪ই ফেব্রুয়ারি
সময় | অনুষ্ঠান |
বিকেল সাড়ে ৫টা | উদ্বোধনী অনুষ্ঠান |
৬টা থেকে সাড়ে ৬টা | নৃত্যানুষ্ঠান |
৬টা ৩০ থেকে ৮টা ৪৫ মিনিট | বিক্রম ঘোষ (তবলা ও পারকাসন) পারমিতা মৈত্র (নৃত্যানুষ্ঠান) শৌনক চট্টোপাধ্যায় (পুরনো দিনের গান) |
১৫ই ফেব্রুয়ারি
সময় | অনুষ্ঠান |
বিকেল ৪টে থেকে ৫টা | স্থানীয় দলগুলির অনুষ্ঠান |
বিকেল ৫টা থেকে ৫টা ৩০ | নৃত্যানুষ্ঠান |
৫টা ৩০ থেকে ৮টা ৪৫ মিনিট | সৌভিক চক্রবর্তী (কত্থক) কৈলাশ খের সৌরেন্দ্র-সৌমজিৎ |
১৬ই ফেব্রুয়ারি
সময় | অনুষ্ঠান |
৪টে থেকে ৫টা | স্থানীয় দলগুলির অনুষ্ঠান |
৫টা থেকে ৫টা ৩০ | নৃত্যানুষ্ঠান |
৫টা ৩০ থেকে ৮টা ৪৫ মিনিট | দোহার (বাংলা লোকগানের ব্যান্ড) ড্যান্সার্স গিল্ড (তাসের দেশ নৃত্যনাট্য) সুদীপ ভট্টাচার্য (পিলু) (হিন্দি চলচ্চিত্রে রবীন্দ্র সঙ্গীত) |