খাবার না পেয়ে পাহাড়ের নিচের দিকে নেমে আসছে হাঙ্গুল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


খাবার না পেয়ে পাহাড়ের নিচের দিকে নেমে আসছে হাঙ্গুল

Share This

খাবার না পেয়ে পাহাড়ের নিচের দিকে নেমে আসছে হাঙ্গুল
হাঙ্গুল 


আজ খবর (বাংলা), জম্মু ও কাশ্মীর, ভারত, ০৯/০২/২০২১ : কাশ্মীরের উচ্চ পার্ব্বত্য অঞ্চল থেকে দলে দলে ডিচিগাম ন্যাশনাল পার্কের দিকে নেমে আসছে হাঙ্গুল, বন কর্মীরা তাদের খাবারের  যোগান দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। 

জম্মু ও কাশ্মীরের উচ্চ পার্ব্বত্য অঞ্চলে বাস করে হাঙ্গুল, এরা আসলে লাল হরিণ সম্প্রদায়ের স্তন্যপায়ী প্রাণী । আদি নিবাস ইউরোপে হলেও খুব কম সংখ্যায় এরা আছে কাশ্মীরের উচ্চ পার্ব্যত্য অঞ্চলে। এদের সংখ্যা এতটাই কম যে এদেরকে অতি  বিরল প্রজাতির প্রাণী বলে আখ্যা দেওয়া হয়েছে। ২০১১ সালের পশু গণনা অনুযায়ী এদের সংখ্যা এখন আর ,মাত্র ১৫০টির আশেপাশে।তাই এদের বাঁচিয়ে রাখা অত্যন্ত প্রয়োজনীয়, আর সেটা খুব ভাল করেই জানেন ডিচিগাম ন্যাশনাল পার্কের বনকর্মীরা। 



এ বছর জম্মু ও কাশ্মীর উপত্যকায় অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি তুষারপাত হয়েছে। কাশ্মীরের উচ্চ পাহাড়ি অঞ্চলে তুষারপাতের পরিমাণ আরও বেশি। প্রচুর বরফের মধ্যে পর্যাপ্ত খাবার পাচ্ছে না হাঙ্গুল হরিণগুলি।  তাই তারা দল বেঁধে নিচে নেমে এসেছে ডিচিগাম অরণ্যের কাছে। তাদের পর্যাপ্ত খাবার দিতে বনকর্মীরাও বরফের ওপর দিয়ে ৪ কিলোমিটার হেঁটে গিয়ে রেখে আসছেন পর্যাপ পরিমাণে সবজি, কাঁচা পাতা এবং লবন। যা পেয়ে বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে হাঙ্গুল হরিণদের। বন কর্মীরাও খুশী, হাঙ্গুলদের সংখ্যা কোনোভাবেই কমতে দেওয়া যাবে না, এই অঙ্গীকার করেছেন জম্মু ও কাশ্মীরের বন কর্মীরা।  তাই প্রত্যেকটি হাঙ্গুলের ওপর কড়া  নজরদারিও চালানো হচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages