আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৬/০২/২০২১ : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, কৃষকদের পর্যাপ্ত ঋণ দেওয়ার সুযোগ করে দিতে সরকার ২০২১ অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৬.৫ লক্ষ কোটি টাকা করেছে। সরকার পশুপালন, দুগ্ধ এবং মৎস্য চাষের ক্ষেত্রে ঋণ সুনিশ্চিত করতে মনোনিবেশ করেছে।
অর্থমন্ত্রী জানিয়েছেন, কৃষকদের সময়োচিত ঝঞ্ঝাটমুক্ত এবং সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে। যেহেতু প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ কৃষকদের কাছে অনেক বেশি সহজ হবে। যা কৃষকদের সরাসরি উৎপাদনের ওপর নির্ভর করবে।
কৃষিক্ষেত্রে গ্রাউন্ড লেভেল ক্রেডিট গত কয়েক বছরে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এটি লক্ষ্যমাত্রার চেয়ে সব সময় বেশি রয়েছে।
গ্রাউন্ড লেভেল ক্রেডিট ২০১৩-১৪ আর্থিক বছরের যেখানে ছিল ৭.৩০ লক্ষ কোটি টাকা, তা ২০১৯-২০তে দ্বিগুণ বেড়ে হয়েছে ১৩.৯২ লক্ষ্য কোটি টাকা। গ্রাউন্ড লেভেল ক্রেডিটে মেয়াদি ঋণের ক্ষেত্রে শেয়ারের পরিমাণ ২০১৩-১৪ সালে যেখানে ছিল ২৪.৯৫ শতাংশ তা ২০১৯-২০ সালে বেড়ে হয়েছে ৪০.৫ শতাংশ। মেয়াদি ঋণের ক্ষেত্রে অংশীদারিত্বের ধারাবাহিক গতি ও কৃষিতে মূলধন গঠনের প্রয়োজনীয় বৃদ্ধি কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা অনেকটাই বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
গ্রাউন্ড লেভেল ক্রেডিট ২০১৩-১৪ সালে যেখানে ছিল ৭ লক্ষ কোটি টাকা, ২০১৯-২০ তে তা বেড়ে হয়েছে ১৩.৫০ লক্ষ কোটি টাকা। বিগত বছরগুলিতে কৃষিক্ষেত্রে আমানতের পরিমাণ বিপুল হারে বেড়েছে। কৃষিক্ষেত্রে ২০২০-২১ আর্থিক বছরে গ্রাউন্ড লেভেল ক্রেডিটের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ১৫.০০ লক্ষ কোটি টাকা। কোভিড জনিত অতিমারি পরিস্থিতিতেও ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত বার্ষিক লক্ষ্যমাত্রা ৭৬ শতাংশ ছুঁয়েছে।
দেশে কৃষি ক্ষেত্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সংখ্যা ১৯৭০-৭১ সালে যেখানে ছিল ৪৯১ লক্ষ, ২০১৫-১৬ তে তা বেড়ে হয়েছে ১,২৬০ লক্ষ। এই বৃদ্ধির পরিমাণ ১৫৬ শতাংশ। ২০১০-১১ থেকে ২০১৯-২০ পর্যন্ত সময়কালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের গ্রাউন্ড লেভেল ক্রেডিট বেড়ে হয়েছে ১৭.৮ শতাংশ।
গ্রাউন্ড লেভেল ক্রেডিটের ক্ষেত্রে ২০২১-২২ আর্থিক বছরে তা স্থির করা হয়েছে ১৬.৫০ লক্ষ কোটি টাকা।
সরকার অর্থ সাহায্য প্রকল্পের মাধ্যমে কৃষকদের সুদের আবেদনের ব্যবস্থা করেছে যার মাধ্যমে বছরে ৪ শতাংশ হারে কৃষকদের ৩ লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি শস্য ঋণ প্রদান করা হবে।
Loading...