আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০১/০৩/২০২১ : বিজেপি কর্মীর বাবা ও মাকে বেধড়ক প্রহার করার ঘটনায় যেন দোষীরা পার না পায়, তারা যেন কঠোর শাস্তি পায়, তার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হলেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু সিং বিস্তা।
গত ২৭শে ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনা জেলার বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাবা ও মাকে আক্রান্ত হতে হয়েছিল, শুধুমাত্র তাঁদের ছেলে গোপাল মজুমদার বিজেপি করে বলে; বিজেপির তরফ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে। বিজেপি কর্মী গোপাল জানিয়েছেন, "তিনজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ২৭ তারিখে বাড়িতে এসে আক্রমন চালিয়েছিল।" গোপাল মজুমদারের মা বলেছেন, "ওরা আমার মাথায় আঘাত করেছে, ঘাড়ে আঘাত করেছে। মুখে পর পর ঘুঁষি মেরেছে। আমাকে এমনভাবে মেরেছে যে আমার দেহের সর্বত্র আঘাত লেগেছে। আমি আতঙ্কে দিন কাটাচ্ছি।" এই ঘটনার পর স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করাও হয়েছে।
এই ঘটনা নিয়ে দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু সিং বিস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে অনুরোধ করছেন, "এই বর্বরোচিত ঘটনার দোষীদের যেন ছাড়া না হয়, তাদর যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং প্রশাসন যেন অপরাধীদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখায়।" পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক হিংসার খবরগুলো সংবাদ মাধ্যমে একের পর এক জায়গা করে নিচ্ছে।