পুরনো গাড়ি বাতিলের ক্ষেত্রে স্বেচ্ছামূলক স্ক্র্যাপেজ নীতি ১৫ দিনের মধ্যে ঘোষণা করা হবে : কেন্দ্র - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পুরনো গাড়ি বাতিলের ক্ষেত্রে স্বেচ্ছামূলক স্ক্র্যাপেজ নীতি ১৫ দিনের মধ্যে ঘোষণা করা হবে : কেন্দ্র

Share This

পুরনো গাড়ি বাতিলের ক্ষেত্রে স্বেচ্ছামূলক স্ক্র্যাপেজ নীতি ১৫ দিনের মধ্যে ঘোষণা করা হবে : কেন্দ্র


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০২/০২/২০২১ : কেন্দ্রীয় বাজেটে পরিবেশ রক্ষায় কেন্দ্রীয় সরকার পুরনো গাড়ি বাতিলের যে নীতি গ্রহণ করেছেন তাকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এই নীতি কার্যকর করা হবে। বাজেট নিয়ে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে শ্রী গডকড়ী জানান, সরকার যে স্ক্র্যাপেজ পলিসি গ্রহণ করেছেন তাতে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। কর্মসংস্থানের সুযোগ পাবেন ৫০ হাজার মানুষ।

কেবল বাণিজ্যিক গাড়ি নয় পরিবেশ রক্ষায় সরকার ব্যক্তিগত গাড়ির আয়ুষ্কাল বেঁধে দিতে চায়। এই লক্ষ্যকে সামনে রেখেই অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন বাজেটে স্ক্র্যাপেজ নীতির কথা ঘোষণা করেন।গাড়ির বয়স কুড়ি বছরের বেশি হলে তা পরীক্ষা করা হবে। এবারের বাজেটে পরিবেশ বান্ধব যানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
 
শ্রী নীতিন গডকরি জানিয়েছেন, সারাদেশে ৫১ লক্ষ মোটরগাড়ি রয়েছে যার বয়স কুড়ি বছর পেরিয়ে গেছে। এছাড়াও, ৩৪ লক্ষ গাড়ি রয়েছে যার বয়স ১৫ বছর অতিক্রান্ত হয়েছে। এর পাশাপাশি, ১৭ লক্ষ মধ্যম ও ভারি মোটরগাড়ি আছে যেগুলো ১৫ বছর অতিক্রান্ত হয়েছে। বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে যে পুরনো গাড়ি কে পর্যায়ক্রমে বাতিল করা হোক।
 
কেন্দ্রীয় বাজেটে সড়ক সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ খাতে ১,১৮,০০০ কোটি টাকা বরাদ্দ করায় শ্রী গডকড়ী সন্তোষ প্রকাশ করেন।

  

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages