আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৪/০২/২০২১ : দেশের পাঁচ রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে এবং আনুষঙ্গিক বিষয়গুলি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে আজই বৈঠকে বসতে চলেছেন দেশের নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা।
আগামী শুক্রবার নির্বাচন কমিশনার সুদীপ জৈন পশ্চিমবঙ্গে আসছেন। এই রাজ্যে এসে তিনি প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে বৈঠকে বসবেন। তিনি প্রত্যেক জেলার পুলিশ সুপারদের সাথেও বৈঠক করবেন। নির্বাচনের অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। সেই বাহিনীকে এখন জেলায় পাঠানো হচ্ছে রুট মার্চের জন্যে। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই জেলাগুলির বিভিন্ন জায়গায় টহল দিতে শুরু করে দিয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারি রেখে আগাম ব্যবস্থা নিতে চাইছে কেন্দ্রীয় বাহিনী।
পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে, যার মধ্যে ৪ কোম্পানি রয়েছে কলকাতায়। এই রাজ্যে নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত হয়ে গেলে হয়ত আরও কেন্দ্রীয় বাহিনী চলে আসবে এই রাজ্যে। এবার করোনা মহামারীর কারনে বুথের সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গে, তাই হয়ত কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ অন্যান্যবারের থেকে কিছু বেশিই রাখা হবে নির্বাচনের সময়।
সূত্র মারফত জানা যাচ্ছে এবারেও হয়ত সাত দফায় ভোট করানো হতে পারে। তবে অন্যান্যবারের থেকে এবার যথেষ্ট কড়া মনোভাব নিয়েই নির্বিঘ্নে ভোট সম্পন্ন করার লক্ষ্যে এগিয়ে চলেছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গ সহ আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরি এই পাঁচ জায়গায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি আসনে লড়াই হতে চলেছে। আগামী ৩০শে মে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার আগেই এই রাজ্যে নির্বাচন সুসম্পন্ন করে ফেলা হবে।