আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত,১২/০২/২০২১ : কিছুক্ষন আগেই গোটা উত্তর ভারত সহ পাকিস্তান, আফগানিস্তান এবং তাজাকিস্তান কেঁপে উঠল প্রবল ভূমিকম্পে।
কিছু সময় আগে রাত্রি ১০টা বেজে ৩৪ মিনিট নাগাদ উত্তর ভারতের ৮ রাজ্যে ব্যাপক ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের রাজধানী দিল্লী সহ পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাটের কিছু অংশ, জম্মু ও কাশ্মীর, লাদাখের কিছু অংশ এবং উত্তর প্রদেশের কিছু অংশে প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৫ বলে জানা যাচ্ছে। ভারতের সিস্মোগ্রাফি সেন্টার প্রথমে জানিয়েছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল অমৃতসর, কিন্তু পারে তা সংশোধন করে জানানো হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল তাজাকিস্তান। ভূমিকম্পের উত্স্যস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯১ কিলোমিটার নিচে, যার জন্যে এত বিস্তৃত জায়গা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ রাত্রে রাজধানী দিল্লীতে প্রায় আধ মিনিট ধরে বার বার ভূকম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হওয়ার পরেই দিল্লীর বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে পড়েন এবং .ফাঁকা জায়গায় আশ্রয় নেন. অনেকেই এই ভূকম্পনের পর আফটার শকের আশঙ্কায় ভুগছিলেন। যদিও এখনো পর্যন্ত আফটার শকের কোনো খবর পাওয়া যায় নি. ভূকম্পনের ফলে দিল্লী থেকে সেভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতেরর খবরও এখনো পর্যন্ত পাওয়া যায় নি.