খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে কাউসারকে ২৯ বছরের কারাবাস দিল আদালত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে কাউসারকে ২৯ বছরের কারাবাস দিল আদালত

Share This

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে কাউসারকে ২৯ বছরের কারাবাস দিল আদালত
খাগড়াগড়ে বিস্ফোরণস্থল 


আজ খবর (বাংলা)<  কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০২/২০২১ : খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত শেখ কাউসরকে  ২৯ বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করল এনআইএর বিশেষ আদালত।

২০১৪ সালের ২ রা অক্টবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছিলেন শাকিল আহমেদ এবং শোভন মন্ডল নামে দুই জন। বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছিল এনআইএ। তদন্তে নেমে ঘটনাস্থল থেকে এনআইএ ৫৫টি আইইডি সহ প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছিল।  ২০১৫ সালের মার্চ মাসে এনআইএ প্রথম চার্জশিট পেশ করে আদালতে। ঘটনার পর থেকেই পলাতক ছিল বিস্ফোরণের অন্যতম মূল পান্ডা হাবিবুর রহমান , তাকে ব্যাঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে এনআইএ।

তদন্তে নেমে এনআইএ জানতে পারে শেখ কাউসার এই বিস্ফোরণকাণ্ডের অন্যতম মূল পান্ডা। সে আদতে বাংলাদেশের খুলনার বাসিন্দা। খাগড়াগড়ে সে বাড়ি ভাড়া নিয়ে পরিচয় গোপন করে থাকছিল, কাউসারের আর এক নাম জাইদুল ইসলাম। কাউসারকে গ্রেপ্তার করে এনআইএ। দেখা যায় অভিযুক্তদের সকলেই বাংলাদেশের জঙ্গী সংঠন জামাত উল মুজাহিদিন-এর সক্রিয় কর্মী। 

এতদিন ধরে এই কাণ্ডে গ্রেপ্তার হওয়া মোট ৩১ জনের বিচার চলছিল, যার মধ্যে ৩০ জনের সাজা ঘোষণা হয়ে গিয়েছিল। এদেরকে সর্বোচ্য ১০ বছর কারাবাসের সাজা দেওয়া হয়েছিল। আজ শেখ কাউসারকে আদালত ২৯ বছর কারাবাসের সাজা ঘোষণা করল। সেইসাথে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে শেখ কাউসারকে। ২০১৪ সালে খাগড়াগড়ে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, অবশেষে আজ সেই বৃত্তেরই ইতি টানা হল বলা যেতে পারে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages