১২ বছর বয়সে ক্লাস টুয়েলভ পাস, ১৩ বছর বয়সেই কলেজে তানিশকা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


১২ বছর বয়সে ক্লাস টুয়েলভ পাস, ১৩ বছর বয়সেই কলেজে তানিশকা

Share This

১২ বছর বয়সে ক্লাস টুয়েলভ পাস, ১৩ বছর বয়সেই কলেজে তানিশকা
তানিশকা সুজিত


আজ খবর (বাংলা), ইন্দোর , মধ্যপ্রদেশ, ০৪/০২/২০২১  :  মাত্র ১২ বছর বয়সে ক্লাস টুয়েলভ পাস করে ১৩ বছর বয়সেই কলেজে ভর্তি হল ইন্দোরের টিন এজার তানিশকা সুজিত। 

অনেক রেকর্ড আছে তানিশকার ঝুলিতে। মাত্র ১১ বছর বয়সেই সে ক্লাস টেনের  গন্ডি পার করে গিয়েছিল, তারপর ১২ বছর বয়সে ক্লাস টুয়েলভ এবং ১৩ বছর বয়সে সে ভর্তি হয়ে গেল অহল্যা বিশ্ববিদ্যালয় কলেজে। ক্লাস ফাইভের পরীক্ষায় সে এতো ভাল ফল করেছিল যে তাকে এক লাফে ক্লাস টেনে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছিল. এরপর তার বিষ্ময়কর  প্রতিভা দেখে তাকে সরাসরি ক্লাস টুয়েলভের পরীক্ষাতেও বসতে দেওয়া হয়েছিল।

করোনা আবহে যখন গোটা দেশে লক ডাউন চলছিল, তখন বাড়ি থেকেই তার সমবয়সীদের অনলাইনে ক্লাস নিয়েছে তানিশকা। এখন তো সে কলেজ ছাত্রী। মধ্যপ্রদেশ শিক্ষা পর্ষদে এভাবে ক্লাস জাম্প করে উঁচু ক্লাসে পড়াশুনা করার কোনো নিয়ম নেই, কিন্তু তার ক্ষেত্রে বিশেষ অনুমতি সংগ্রহ করতে বেশ দৌড়ঝাঁপ করতে হয়েছে তানিশকার বাবা-মাকে।  তার বিষ্ময়কর প্রতিভা দেখে মধ্যপ্রদেশ শিক্ষা পর্ষদও ছাড়পত্র দিতে শেষমেশ বাধ্য হয়েছে। 

দু চোখ বন্ধ করে নিমেষে রুবিক কিউবের সমাধান করতে পারে বিষ্ময় বালিকা তানিশকা, সে কত্থক নাচেও পারদর্শী। ইউরোপেও সে তার নৃত্যকলা পরিবেশন করে এসেছে এবং ভূয়সী প্রশংসা কুড়িয়ে এনেছে। যখন সে ক্লাস ফাইভের ছাত্রী  ছিল, তখন বিভিন্ন ভাবে তার বাবা মা তানিশকার বিষ্ময়কর প্রতিভার পরিচয় পেয়ে যান। তাঁরা তাকে ক্লাস টেনের কঠিন অনেক কষতে বললে অনায়াসে করে দেয় ছোট্ট তানিশকা। এরপরেই তার বাবা মা তাকে ক্লাস টেনের পরীক্ষায় বসতে বলেন, এভাবেই সে ক্লাস টেন, ক্লাস টুয়েলভ পাশ করে গিয়েছে, এবং এখন সে কলেজে পড়াশুনা করছে, যখন তার সমবয়সী বন্ধুরা পড়ছে ক্লাস সেভেনে। বড় হয়ে বিচারপতি হতে চায় ছোট্ট তানিশকা। 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages