আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮/০২/২০২১ : গতকাল রাত্রে মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলা হয়েছিল। ওই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছিলেন মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেন। তাঁর সঙ্গে থাকা অনুগামীরাও রক্তাক্ত হয়েছিলেন বোমার ঘায়ে।
গতকাল রাতেই জাকির হোসেনের শরীরে ১৪টি সেলাই পড়েছিল। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাঁকে বহরমপুর হাসপাতালে স্থানান্তর করার কথা ভাবা হলেও, শেষমেশ মধ্যরাত্রেই তাঁকে নিয়ে আসা হয়েছিল কলকাতার পিজি হাসপাতালে। এই মুহূর্তে অপারেশন থিয়েটারে তাঁর অস্ত্রপচার চলছে বলে জানা গিয়েছে। তাঁর শরীরের রক্তচাপ অনেকটাই কমে গিয়েছিল। তাঁকে বেশ কিছুটা রক্ত দেওয়া হয়েছে।
আজ সকালে তাঁকে দেখতে পিজি হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান, "যে ঘটনা ঘটেছে তা কখনোই অভিপ্রেত নয়, মন্ত্রী বলেই নয়, কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেও এই ঘটনা মেনে নেওয়া যায় না। এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ঘটনা বলেই মনে হচ্ছে।ঘটনাটি ঘটেছে রেল স্টেশনের মধ্যে, তাই সেই জায়গাটি কেন্দ্র সরকারের দায়িত্বে পড়ে, ওই জায়গায় কোনো প্রহরা ছিল না। রেল স্টেশনে দুর্বৃত্তরা ঘুরে বেড়াবে বোমা হাতে ? রেল মন্ত্রক এর দায় এড়িয়ে যেতে পারে না। সিআইডি ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত করে দেখতে শুরু করে দিয়েছে। আমি চাই সত্যটা বেরিয়ে আসুক।"