আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ০৯/০২/২০২১ : মাত্র ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমের দেশে চলে গেলেন 'রাম তেরি গঙ্গা মৈলি'র নায়ক রাজীব কাপুর।
আজ হঠাৎ করেই তাঁর চেম্বুরের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন অভিনেতা রাজীব কাপুর। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের ইংল্যাক্স হাসপাতালে, কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কোনো রকম চিকিৎসার সুযোগ দেন নি রাজীব। আজ কিছুক্ষণ আগেই টুইট করে এই খবর জানিয়েছেন রাজীব কাপুরের বৌদি নিতু সিং। প্রাক্তন অভিনেতা রাজীব কাপুরের প্রয়ানের খবর শুনে শোকের ছাওয়া নেমে আসে বলিউডের শিল্পী মহলে।
প্রাক্তন অভিনেতা রাজীব কাপুরের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন অভিনেতা অক্ষয় কুমার, রাজ বব্বর , মধুর ভান্ডারকর ও অন্যান্য অভিনেতারা। প্রেম গ্রন্থ ছবিতে রাজীবের সাথে একসঙ্গে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। তাঁরাও রাজীব কাপুরের প্রয়াণে রীতিমত ভেঙে পড়েছেন মানসিকভাবে। সঞ্জয় দত্ত বলেছেন, "রাজীব কাপুর অত্যন্ত ভদ্রলোক ছিলেন। এই দুঃসময়ে কাপুর পরিবারকে যেন ঈশ্বর শক্তি যোগান এই শোক ভোলার জন্যে। ওম শান্তি।"
মাধুরী দীক্ষিত নেনে বলেছেন, "প্রেম গ্রন্থ ছবিতে আমরা একসাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম। ছবিতেই রাজীব কাপুর প্রথম অভিনয় করতে শুরু করেছিলেন। আদ্যপান্ত ভাল মানুষ ছিলেন রাজীব, খুব কম বয়সেই তিনি চলে গেলেন। ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিন।"