ভারত থেকে পাততাড়ি গোটাতে চলেছে করোনা, তবু সতর্কতা তুঙ্গে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভারত থেকে পাততাড়ি গোটাতে চলেছে করোনা, তবু সতর্কতা তুঙ্গে

Share This

ভারত থেকে পাততাড়ি গোটাতে চলেছে করোনা, তবু সতর্কতা তুঙ্গে


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৭/০২/২০২১ : দেশে দ্রুত কমছে করোনা মহামারীর প্রাদুর্ভাব। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জানিয়েছে গত ২৪ ঘন্টায়  দেশের ১৮টি রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটে নি। এই পরিসংখ্যান যথেষ্ট স্বস্তিদায়ক। এই মুহূর্তে গোটা দেশে ১,৩৬,৫৪৯ জন করোনা রোগী চিকিৎসারত আছেন বলে জানা গিয়েছে। 

আজ পর্যন্ত ভারতে যত মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এই মুহূর্তে তার ১.২৫% মানুষ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালগুলিতে চিকিৎসারত রয়েছেন। এমনকি দেশের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা যেখানে, সেই মহারাষ্ট্রেও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ১৭ই জানুয়ারি তারিখে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৩,১৬৩ জন, আর আজ ১৭ই ফেব্রুয়ারি তারিখে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে হয়েছে ৩৮,৩০৭;

যে ১৮টি রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটে নি, সেই রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলগুলি হল - উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড, পুদুচেরি, হিমাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, মনিপুর, লাদাখ, আসাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। তার মানে, দেখা যাচ্ছে যে উত্তরপূর্ব ভারতে এবং উত্তর ভারতের বেশ কিছু জায়গায় বিপদ কেটে গিয়েছে অনেকটাই।

ভারতে দ্রুত কমছে করোনা ভাইরাসের দাপট। আজকের তারিখ অনুযায়ী এখনো পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১.০৬ কোটি (১,০৬,৪৪,৮৫৮) মানুষ।  যার মধ্যে আরোগ্যলাভের হার ৯৭.৩৩%;  গত ২৪ ঘন্টায় ১১,৮৩৩ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যদিও গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও ১১,৬১০ বলে জানা গিয়েছে। পাশাপাশি গোটা দেশ জুড়ে চলছে কোরোনার প্রতিষেধক দেওয়ার কাজও। আজ পর্যন্ত প্রায় ৯০ লক্ষ মানুষ করোনার প্রতিষেধক পেয়েছেন বলে জানা গিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্টে। 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages