আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১২/০২/২০২১ : এবার রাজ্যসভার পদ ছাড়লেন তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী।আগামী ৪৮ ঘন্টার মধ্যেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।
দীর্ঘদিন ধরেই সাংসদ হিসেবে কাজ করছেন মমতা ঘনিষ্ঠ তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী। মমতা বান্দ্যোপাধ্যা রেলমন্ত্রীর পদ ছাড়ার পর দীনেশ ত্রিবেদী কিছুদিনের জন্যে সামলেছিলেন রেলমন্ত্রীর পদ। আজ তিনি রাজ্যসভায় নাটকীয়ভাবে রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। দীনেশবাবু তাঁর বক্তব্যে বলেন, "আমাকে রাজ্য সভায় পাঠানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমার পক্ষে এভাবে আর কাজ করে যাওয়া সম্ভব হচ্ছিল না। একটা দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবার দম নিতে পারব।"
দীনেশ বাবু সাংবাদিকদের বলেন, "আমি চিরকালই অন্যায়ের বিরুদ্ধে থেকেছি। বাংলায় যেভাবে অত্যাচার হয়ে চলেছে, রোজ রোজ গালিগালাজ দেওয়া হচ্ছে, আমার আর ভাল লাগছিল না এই পরিবেশ। তাই আমি পদত্যাগ করেছি। তৃণমূল কংগ্রেস দলটা এখন একটা কর্পোরেট প্রাইভেট লিমিটেড কোম্পানী হয়ে গিয়েছে, যে কোম্পানীর মাথায় রয়েছেন কিছু মানুষ, যাঁরা রাজনীতির অ আ ক খ কিচ্ছু জানেন না, তাঁদের কথায় আজ দল চলছে। সেখানে নিজের সমস্যার কথা আলোচনা করা যায় না, কেননা সেখানে কারোর কাছে এ সব কথা শোনার মত সময় নেই।"
দীনেশ ত্রিবেদী দল ছেড়ে দেওয়ায় দলের কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপিতে তাঁকে স্বাগত জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষের মত শীর্ষ নেতৃত্ব। কিছুদিন আগেই তৃণমূল থেকে বহিস্কৃত হয়ে বিজেপিতে যোগ দেওয়া বৈশালী ডালমিয়া বলেছেন, "তৃণমূলে কোনো ভদ্রলোক থাকতে পারে না।' গত লোকসভা ভোটে বিজেপির অর্জুন সিং ব্যারাকপুর কেন্দ্রে হারিয়েছিলেন দীনেশ ত্রিবেদীকে, সেই অর্জুন সিংও দীনেশবাবুকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন। বলেছেন, "উনি বিজেপিতে আসলে ফের একসাথে কাজ করব।"