![]() |
বিধায়ক নীরজ তামাং জিম্বার টুইটার হ্যান্ডেল থেকে |
আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ২৬/০২/২০২১ : গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুটিতে করে নবান্ন আসাকে কটাক্ষ করলেন বিজেপির দার্জিলিং-এর বিধায়ক নীরজ তামাং জিম্বা।
পেট্রল ডিজেলের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অভিনব প্রতিবাদ জানিয়ে নিজের গাড়িতে নবান্নে না এসে একটি স্কুটিতে চেপে এসেছিলেন। সেই স্কুটিতে তিনি কখনো পিছনে বসে সওয়ার হয়েছেন আবার কখনো সেই স্কুটিটি তিনি চালানোর চেষ্টা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্কুটি চালানোর ছবি ভাইরাল হয়ে যায় নিমেষে। সেই দৃশ্যকেই কটাক্ষ করলেন দার্জিলিং-এর বিজেপি বিধায়ক তথা আইনজীবী নীরজ তামাং জিম্বা।
জিম্বা একটি টুইট করে লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুটি চালানোর ছবিতেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, অর্থাৎ ছবিই বুঝিয়ে দিয়েছে অনেক কিছু। যেমন স্কুটি চালানোর মত ব্যালান্স আদৌ নেই মুখ্যমন্ত্রীর। তিনি যেকোনো সময় পড়েও যেতে পারতেন। এই স্কুটিটি সম্ভবত তিনিই একমাত্র চালাতে পারেন। তিনি স্কুটি চালানোর চেষ্টা করলেও স্কুটির ভার ছিল পুলিশের হাতে। অবশ্য, ২০২১ সাল অর্থাৎ এই বছরের মে মাসের পর থেকে স্কুটিতেই তাঁকে নিয়মিত যাতায়াত করতে হবে।" জিম্বা টুইট করে যে ছবিটি দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, স্কুটি চালাতে গিয়ে মুখ্যমন্ত্রী ব্যালেন্স হারাচ্ছেন এবং স্কুটি সমেত তাঁকে সামাল দিচ্ছেন এক পুলিশ কর্মী।