আজ খবর (বাংলা), নতুন দিল্লী ,ভারত, ১০/০২/২০২১ : বেশ কিছুদিন ধরে চীনের সমুদ্রে জাহাজ নিয়ে আটকে থাকার পর এবার ভারতে ফিরতে চলেছেন ১৬ জন ভারতীয় নাবিক।
গত বছর ২০ সেপ্টেম্বরে পণ্যবাহী জাহাজ এমভি আনাস্তাশিয়া নিয়ে চীনের কাছে ক্যাওফান্ডিয়ান বন্দরের কাছে নোঙর ফেলেছিলেন ১৬ জন ভারতীয় নাবিকদের একটি দল। কিন্তু চিনে সেই সময় করোনা ভাইরাসের কড়াকড়ি থাকায় তাঁদেরকে চীনের বন্দরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় নি। এমনকি পণ্যবাহী ওই সংস্থাকে নাবিক পরিবর্তন করার অনুমতিও দেওয়া হয় নি। যার ফলে এতদিন ধরে সমুদ্রের বুকেই জাহাজে আটকে ছিলেন ওই ভারতীয় নাবিকরা।প্রায় ৫ মাস পর এবার তাঁরা বাড়িতে ফিরতে চলেছেন।
কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি টুইট বার্তায় লিখেছেন, "খুব ভাল খবর। আমাদের পরিযায়ী নাবিকদের নিয়ে এমভি আনাস্তাশিয়া ভারতে ফিরে আসছে। এই মুহূর্তে জাহাজটি জাপানে আছে এবং আগামী ১৪ তারিখ তাঁরা ভারতে ফিরে আসবেন। দীর্ঘদিন পর এই নাবিকরা ফের পরিবারের সাথে মিলিত হতে পারবেন।" চীনে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরলস প্রচেষ্টাৰ ফলেই এই নাবিকরা বাড়ি ফিরে আসতে পারছেন, তাই চীনের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী।
অন্যদিকে, একইভাবে চীনের অন্য একটি বন্দরের কাছে সমুদ্রে আটকে গিয়েছিলেন ৩৯ জন নাবিকের একটি দল। তাঁরা এমভি জগ আনন্দ নামে একটি জাহাজ নিয়ে চীনে গিয়েছিলেন পণ্য সরবরাহ করতে। তাঁরাও দীর্ঘদিন ধরে জাহাজ নিয়ে সমুদ্রে আটকে ছিলেন, অবশেষে গত মাসে তাঁদের মধ্যে ২৩ জন ভারতে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে।