করোনার প্রতিষেধক নিলেন নরেন্দ্র মোদী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


করোনার প্রতিষেধক নিলেন নরেন্দ্র মোদী

Share This

করোনার  প্রতিষেধক নিলেন নরেন্দ্র মোদী


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০১/০৩/২০২১ :  আজ থেকেই শুরু হচ্ছে দেশের ২৬ কোটি মানুষকে করোনা প্রতিষেধক দেওয়ার কাজ, আর আজ সকালেই প্রথম প্রতিষেধকটি নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সকলকে প্রতিষেধক নিতে বার বার উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তিনি নিজে কেন করোনার প্রতিষেধক নিচ্ছেন না ! দেশের মানুষের কাছে প্রতিষেধকের বিশ্বাসযোগ্যতা বাড়াতে নরেন্দ্র মোদীর উচিত ছিল কোরোনার প্রতিষেধক নিয়ে নেওয়া ! এই বিষয়ে কেন্দ্র সরকার জানিয়েছিল যে, প্রথমে করোনার প্রতিষেধক পাবেন সেইসব মানুষ, যাঁরা একেবারে সামনে থেকে করোনা ভাইরাসের সাথে লড়াই করছেন। সেই অনুযায়ী দেশের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা আগে প্রতিষেধক পেয়েছেন। এমনকি যে সব সাফাই কর্মীরা হাসপাতালগুলিতে করোনা রোগীদের সহায়তা দিতে কাজ করেছেন, তাঁদেরকেও দেওয়া হয়েছে করোনার প্রতিষেধক।

এবার দেশের সেইসব সব মানুষকে করোনার প্রতিষেধক দেওয়ার কাজ শুরু করা হল যাঁদের বয়স ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে, যাঁদের কোমরবিডিটি আছে।  এরকম প্রায় ২৬ কোটি মানুষকে কোরোনার প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হল আজ থেকে। প্রতিষেধক দেওয়ার এই পর্যায়ে আজ সকালেই প্রধানমন্ত্রী নিজেই প্রতিষেধক নিয়েছেন। আজ দিল্লীর এইমস হাসপাতালে গিয়ে মোদী কোরোনার প্রতিষেধক নিয়েছেন। তাঁকে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন প্রতিষেধক দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেলে দেখা যাচ্ছে, তিনি একটি গামছা ঝুলিয়ে রেখেছেন নিজের গলায়। এটি আসলে আসামের গামছা, যেখানে এই গামছা হল আসামের মহিলাদের আশীর্ব্বাদের প্রতীক। ইদানিং মোদিকে প্রায়ই এই গামছা ব্যবহার করতে দেখা যাচ্ছে।

মোদী টুইট করে লিখেছেন, "এইমসে এসে আমি করোনার প্রথম ডোজ প্রতিষেধক নিয়েছি। যেভাবে আমাদের দেশের ডাক্তার এবং গবেষকরা করোনার বিরুদ্ধে বিশ্বযুদ্ধে জয়ী হয়েছেন তা সত্যিই অবিস্মরণীয়।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages