মাত্র ১৮ দিনে ৪০ লক্ষ করোনার টিকাকরন করে নজির ভারতের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মাত্র ১৮ দিনে ৪০ লক্ষ করোনার টিকাকরন করে নজির ভারতের

Share This

মাত্র ১৮ দিনে ৪০ লক্ষ করোনার টিকাকরন করে নজির ভারতের


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৩/০২/২০২১ : বিশ্ব মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরও একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ৪০ লক্ষ মানুষের টিকাকরণ করে ভারত টিকাকরণের দিক থেকে বিশ্বের দ্রুততম দেশ হয়ে উঠে এক লক্ষ্যণীয় মাইলফলক অর্জন করেছে। কেবল ১৮ দিনেই টিকাকরণের ক্ষেত্রে এই সাফল্য মিলেছে। গত ১ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাকরণের দিক থেকে ভারত বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে সবার ওপরে রয়েছে। দেশে করোনা টিকাকরণ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে কেবল টিকাকরণের ক্ষেত্রেই নয়, অন্যান্য দিকেও ভারত দৈনিক নতুন সাফল্য অর্জন করছে। সেই অনুসারে গত ২৪ ঘন্টায় ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনাজনিত কারণে মৃত্যুর খবর নেই।  

দেশে দৈনিক ভিত্তিতে করোনায় সুস্থতার সংখ্যা লাগাতার বাড়তে থাকায় মৃত্যু হার ক্রমশ কমছে। একইভাবে, সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যাও ক্রমশ নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৫৭। এর ফলে মোট করোনায় আক্রান্তের কেবল ১.৪৯ শতাংশই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত।

দেশে গত ২৪ ঘন্টায় আরও ১১,০৩৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৪,২২৫ জন। এর ফলে, সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও ৩,২৯৬টি কমেছে।

ভারতে করোনায় সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪ লক্ষ ৬২ হাজার ৬৩১। জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.০৮ শতাংশ, যা বিশ্বে অন্যতম সর্বাধিক। সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা এবং সুস্থতার সংখ্যার মধ্যে ফারাক আরও বেড়ে হয়েছে ১ কোটি ৩ লক্ষ ২ হাজার ৫৭৪।

৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজারের কম। আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার জাতীয় গড় হার ১.১৯ শতাংশের তুলনায় বেশি। সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হারের নিরিখে কেরল সবার ওপরে রয়েছে। এই রাজ্যে সাপ্তাহিক আক্রান্তের হার ১২ শতাংশ। অন্যদিকে, ছত্তিশগড়ে এই হার ৭ শতাংশ।

আজ সকাল ৮টা পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির আওতায় ৪১ লক্ষ ৩৮ হাজার ৯১৮ জন সুফলভোগীর টিকাকরণ হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় ৩,৮৪৫টি টিকাকরণ পর্বে ১ লক্ষ ৮৮ হাজার ৭৬২ জন স্বাস্থ্যকর্মীর টিকাকরণ হয়েছে। এখনও পর্যন্ত ৭৬,৫৭৬টি টিকাকরণ পর্ব পরিচালিত হয়েছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মোট ২,৮৮,২৪৫ জনের টিকাকরন করা হয়েছে। 

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরোগ্য লাভকারীদের ৮৫.৬২ শতাংশই আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। কেরল থেকে সর্বাধিক ৫,৭৪৭ জন নতুন করে সুস্থ হয়েছেন। অন্যদিকে মহারাষ্ট্রে সুস্থতার সংখ্যা ৪,০১১। তামিলনাড়ুতে সুস্থ হয়েছেন ৫২১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের ৮৩.০১ শতাংশই ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। কেরলে একদিনেই সর্বাধিক ৫,৭১৬ জন আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১,৯২৭ এবং তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৫১০ জন।

দেশে গত ২৪ ঘন্টায় করোনাজনিত কারণে ১১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৬.৩৬ শতাংশই মারা গেছেন পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৩০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কেরলে মারা গেছেন ১৬ জন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages