আজ খবর (বাংলা), বদগাঁও, জম্মু ও কাশ্মীর, ১৪/০২/২০২১ : জম্মু ও কাশ্মীরের বদগাঁও -এর কাছে নাকা চেকিং চলার সময় ধরা পড়ে গেল দুই নিষিদ্ধ জঙ্গী সংগঠনের দুই কর্মী। তাদের হেফাজত থেকে পাওয়া গিয়েছে বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র।
আজ সকালে বদগাঁও-এর কাছে নাকা চেকিং চলার সময় বদগাঁও পুলিশ ও ইন্ডিয়ান আর্মির রাষ্ট্রীয় রাইফেলস-এর জওয়ানদের তৎপরতায় গ্রেপ্তার করা গেল দুই জঙ্গীগোষ্ঠীর দুই সক্রিয় কর্মীদেরকে। এই দুই জঙ্গী লস্কর ই তৈবা এবং তেহেরিক উল মুজাহিদিন নামক দুই জঙ্গী গোষ্ঠীর সদস্য ছিল। এদের কাজ ছিল সন্ত্রাসবাদী দলে নতুন জঙ্গীদের নিয়োগ করা, পাকিস্তানের গুনগান করা, সেইমত হ্যান্ডবিল ও পোস্টার লাগানো ইত্যাদি।
যে দুজনকে আজ ধরা হয়েছে তাদের নাম সমীর আহমেদ ইট্টু এবং উবেইদ আমিন মাল্লা। এরা দুজনেই সক্রিয়ভাবে জঙ্গী কার্যকলাপে যুক্ত ছিল বলে চিহ্নিত করেছে বদগাঁও পুলিশ। এরা দুজনেই পুলওয়ামা এবং কুলগাঁও -এ গ্রেনেড হামলার অপরাধী। এরা দক্ষিণ কাশ্মীর অঞ্চলেই বেশি সক্রিয় ছিল। মূলত এই ধরনের ওভার গ্রাউন্ড ওয়ার্কাররাই কাশ্মীরের পরিবেশ কলুষিত করে রেখেছে। নিরাপত্তা বাহিনীর তত্পরতার জন্যেই আজ এরা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারল না। এদের বিরুদ্ধে চাদুরি থানায় এফআইআর হয়েছে। পুলিশ এদেরকে আটক করে জিজ্ঞসাবাদ চালাচ্ছে।