![]() |
নিমতিতা স্টেশনের বিস্ফোরণস্থলে চলছে তদন্ত |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৮/০২/২০২১ : নিমতিতা রেল স্টেশনে রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা নিক্ষেপের ঘটনায় আজ সকালেই পিজি হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল তথা কেন্দ্র সরকারকে দায়ী করলেও রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, এই ঘটনার দায় নিতে হবে রাজ্য সরকারকেই।
পূর্ব রেলের মালদায় নিমতিতা স্টেশন চত্বরে গত রাতে ১০টা ২০ মিনিট নাগাদ দুর্ভাগ্যজনকভাবে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। ভারতীয় রেল এই ঘটনার নিন্দা করেছে।
ঘটনার অব্যবহিত পরেই রেলের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধারকার্য শুরু হয়। রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং রেলের অন্যান্য বিভাগ আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।
উল্লেখ করা যেতে পারে, আইন-শৃঙ্খলার বিষয়টি সংশ্লিষ্ট রাজ্যের এক্তিয়ারভুক্ত এবং আইন-শৃঙ্খলা পুরোপুরি বজায় রাখার দায়িত্বও রাজ্য পুলিশ প্রশাসনের। এমনকি, রেল প্ল্যাটফর্মে আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের গভর্নমেন্ট রেল পুলিশের (জিআরপি)।
মালদার নিমতিতা স্টেশন চত্বরে যেখানে গত রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই এলাকাটি হাওড়া রাজ্য রেল পুলিশের আওতাধীন। এই ঘটনায় ইতিমধ্যেই জিআরপি-র পক্ষ থেকে গতকাল ভারতীয় দন্ডবিধির ৩০৭, ৩২৬ এবং ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুর্ভাগ্যজনক এই বিস্ফোরণের ঘটনায় পশ্চিমবঙ্গের শ্রম মন্ত্রী শ্রী জাকির হুসেন সহ ২৫ জন আহত হন। আহত ১০ জনকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে।
Loading...