আজ খবর (বাংলা), বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০২/২০২১ : মা মাটি মানুষের সরকারের উদ্যোগে 'মা' কিচেন কলকাতার গরীব মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে।
আজ বেহালা অঞ্চলে মা ক্যান্টিনে সাধারণ মানুষের ভীড় লেগে গিয়েছিল 'মা' কিচেন থেকে মাত্র ৫ টাকার বিনিময়ে মধ্যাহ্ন ভোজ সেরে নেওয়ার জন্যে। বেহালা অঞ্চলের মত মহানগরীর বিভিন্ন জায়গায় এই মা ক্যান্টিনগুলিতে ৫ টাকার বিনিময়ে মধ্যাহ্নভোজ পেয়ে প্রতিদিন উপকৃত হয়ে চলেছেন প্রচুর সাধারণ মানুষ। মাত্র ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি এবং ডিম্ পেয়ে রীতিমত খুশী সাধারণ মানুষ।
"মা কিচেন" মায়ের রান্নাঘর। রাজ্যের মুখ্যমন্ত্রীর এক অনন্য প্রয়াস। করোনার প্রভাবে কাজ হারানো মানুষ এবং গ্রামগঞ্জ থেকে আসা কাজের খোঁজে কর্মহীন মানুষদের অভুক্ত না রাখার এক অনন্য প্রয়াস। বেহালার জয়রামপুর বটতলা অঞ্চলে উপস্থিত মা কিচেনের কর্মীরা তাঁদের পাঁচ টাকার খাবারের ডালি নিয়ে। মা ক্যান্টিনের সামনে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। (দেখুন ভিডিও)
রিপোর্ট : সমীরণ