গরুপাচারকাণ্ডে ফের নাম জড়াল প্রাক্তন বিএসএফ আধিকারিকের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গরুপাচারকাণ্ডে ফের নাম জড়াল প্রাক্তন বিএসএফ আধিকারিকের

Share This

গরুপাচারকাণ্ডে ফের নাম জড়াল প্রাক্তন বিএসএফ আধিকারিকের


আজ খবর (বাংলা), আসানসোল, পশ্চিমবঙ্গ, ০৯/০২/২০২১ : আন্তর্জাতিক গরুপাচারকাণ্ডে গতকাল আসানসোলের একটি বিশেষ আদালতে ৭ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই, এই সাতজনের মধ্যে রয়েছে এক প্রাক্তন বিএসএফ আধিককারীকের নামও।

গরুপাচারকাণ্ডে ফের একবার নাম জড়াল প্রাক্তন বিএসএফ কামান্ডান্টের। গতকাল সিবিআই আসানসোলের বিশেষ আদালতে যে ৭ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে, তার মধ্যেই রয়েছে ওই প্রাক্তন বিএসএফ আধিকারিকের নাম। গত বছর সেপ্টেম্বর মাসের ২১ তারিখে সিবিআই গরুপাচারের তদন্তভার হাতে নিয়েছিল এবং সেই সময় যে চারজনের বিরুদ্ধে কেস দায়ের করা হয়েছিল, সেই চারজনের মধ্যেও ছিল এক প্রাক্তন বিএসএফ আধিকারিকের নাম। এছাড়াও ছিল আরও ৩ জনের নাম, যাঁরা সেই সময় সরকারি চাকরি করতেন বলে জানা গিয়েছিল। 

অভিযুক্তদের খোঁজে দেশের ৩৪টি জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। তারপর কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। গতকাল যখন সিবিআই চার্জশিট পেশ করেছে, তখন গ্রেপ্তার হওয়া সেই ব্যক্তিরা রয়েছে জেল হেফাজতেই। একটি বিবৃতিতে সিবিআই আদালতকে জানিয়েছে, অভিযুক্তেরা আন্তর্জাতিক গরুপাচার চক্রের সাথে যে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল, তার যথেষ্ট পারিওমানে তথ্য ও প্রমাণ পাওয়া গিয়েছে। গতকাল যাদের বিরুদ্ধে চার্জশিট জমা করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন গরুপাচারের ঘটনায় সরাসরি যুক্ত ছিল এবং কয়েকজন বিএসএফ আধিকারিকদের 'ম্যানেজ' করার দায়িত্বে ছিল। টাকা  ব্যাপারগুলোও তারাই দেখতে বলে অভিযোগ উঠেছে। মূলত  মালদহ ও মুর্শিদাবাদের সীমান্তে ৩৬ ব্যাটালিয়ানের দিকেও অভিযোগের তীর রয়েছে বলে জানা গিয়েছে। গরুপাচারকাণ্ডের গোটা বিষয়টি নিয়ে সিবিআই আরও তদন্ত করে দেখছে।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages