আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০২/২০২১ : দিনের তাপমাত্রা 30 ডিগ্রি ছাড়ালো কলকাতায়। সামান্য কমলেও রাতের তাপমাত্রাও শীতের বিদায় সংকেত নিয়ে হাজির। রাতে ও ভোরের দিকে সামান্য শীতের আমেজ থাকেলেও দিনের বেলায় গরম ভালোই অনুভূত হবে কলকাতায়।
কলকাতায় আজ সকালে কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.7 ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 99 শতাংশ। কোন বৃষ্টি হয়নি কলকাতায়।
জেলায় শীত ভাব আরো কয়েকটা দিন। বৃষ্টির সম্ভাবনা সিকিমে। সামান্য সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ।
আগামী 72 ঘন্টা ঘন কুয়াশার সর্তকতা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় ও দিল্লিতে। সোমবার ঘন কুয়াশা হবে দক্ষিণবঙ্গ ও উড়িষ্যাতে। আগামী সপ্তাহের মাঝামাঝি মধ্য ভারতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে সিকিমে, অরুণাচল প্রদেশের মত পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
রিপোর্ট : সুব্রত রায়