বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন

Share This

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন


আজ খবর (বাংলা). নতুন দিল্লী, ভারত, ২৬/০২/২০২১ : অবশেষে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আজ বিকেল সাড়ে চারটে  নাগাদ  সাংবাদিক বৈঠকে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা ২৯৪; যার মধ্যে এসসি কোটা রয়েছে ৬৮টি এবং এসটি কোটা রয়েছে ১৬টি। পশ্চিমবঙ্গে এবার বুথের সংখ্যা বাড়ানো হয়েছে করোনার কারনে। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা বাড়ল ৩১.৬৫%, মোট বুথের সংখ্যা থাকছে ১ লাখ ১ হাজার ৯১৬টি; পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্যে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে বিহারের প্রাক্তন সিইও অজয় নায়েককে। নিয়োগ করা হয়েছে আরও দুই পুলিশ পর্যবেক্ষককেও, তাঁরা হলেন বিবেক দুবে এবং মৃণাল কান্তি দাস।

নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, নির্বাচন চলাকালীন সবরকম স্বাস্থ্য বিধি পালন করতে হবে। করোনা আবহে প্রচারেও নিয়ন্ত্রণ আনছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ক্ষেত্রে প্রার্থী সহ ৫ জনের বেশি যাওয়া যাবে না। মনোনয়ন জমা দিতে প্রার্থী সহ ২ জনকে অনুমতি দেওয়া হবে। রোড  শো-এর ক্ষেত্রে একসাথে ৫টির বেশি গাড়ি থাকবে না কনভয়ে। ভোট পরবর্তী সময়ে অশান্তি রুখতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোট গণনার সময় একাধিক বুথের ইভিএম একসাথে মিশিয়ে নিয়ে গণনা করা হবে। কোন বুথে কোন দলের কত ভোটার আছে তা গোপন রাখা হবে।জমানতের টাকা জমা দেওয়া যাবে অনলাইনে। এবার মনোনয়নও জমা দেওয়া যাবে অনলাইনে। 

পাঁচ রাজ্যে এক সাথেই ভোটগণনা করা হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের ৫ রাজ্যে ভোট গণনা করা হবে ২রা মে তারিখে। পশ্চিমবঙ্গে মোট ৮ দফায় নির্বাচন করা হচ্ছে। পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হচ্ছে ২৭শে  মার্চ তারিখে এবং শেষ হচ্ছে ২৯শে  এপ্রিল তারিখে।

পশ্চিমবঙ্গে নির্বাচন নির্ঘণ্ট - 

প্রথম দফা - মোট আসন ৩০টি - ভোটের দিন - ২৭/০৩/২০২১ - জেলা - ঝাড়গ্রাম (আংশিক), পূর্ব মেদিনীপুর (আংশিক), পুরুলিয়া (আংশিক), বাঁকুড়া (আংশিক), পশ্চিম মেদিনীপুর (আংশিক). 

দ্বিতীয় দফা - মোট আসন - ৩০টি - ভোটের দিন - ০১/০৪/২০২১ - - জেলা - বাঁকুড়া (আংশিক), পশ্চিম মেদিনীপুর (আংশিক), পূর্ব মেদিনীপুর (আংশিক), দক্ষিণ ২৪ পরগনা (আংশিক)

তৃতীয় দফা - মোট আসন - ৩১ টি - ভোটের দিন - ০৬/০৪/২০২১ - জেলা - হাওড়া (আংশিক), হুগলি (আংশিক), দক্ষিণ ২৪ পরগনা (আংশিক).

চতুর্থ দফা - মোট আসন - ৪৪টি - ভোটের দিন - ১০/৪/২০২১ - জেলা - হাওড়া (আংশিক), হুগলি (আংশিক), দক্ষিণ ২৪ পরগনা (আংশিক), আলিপুরদুয়ার, কোচবিহার।

পঞ্চম দফা  - মোট আসন - ৪৫টি - ভোটের দিন - ১৭/৪/২০২১ - জেলা -উত্তর ২৪ পরগনা (আংশিক), নদীয়া (আংশিক), পূর্ব বর্ধমান (আংশিক), দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি।

ষষ্ঠ দফা - মোট আসন - ৪৩টি - ভোটের দিন - ২২/৪/২০২১ - জেলা - উত্তর ২৪ পরগনা (আংশিক) নদীয়া (আংশিক), উত্তর দিনাজপুর (আংশিক), পূর্ব বর্ধমান।

সপ্তম দফা - মোট আসন ৩৬টি - ভোটের দিন - ২৬/৪/২০২১ - জেলা - মালদহ (আংশিক), মুর্শিদাবাদ (আংশিক), পশ্চিম বর্ধমান (আংশিক), কলকতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর।

অষ্টম দফা - মোট আসন ৩৫টি - ভোটের দিন - ২৯/৪/২০২১ - জেলা -  মালদহ (আংশিক), মুর্শিদাবাদ (আংশিক), বীরভূম, কলকাতা উত্তর। 

ভোট গণনা - ০২/০৫/২০২১

 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages